Google Bard: গুগল বার্ড (Google Bard) , ChatGPT-র প্রতিদ্বন্দ্বী অ্যাপ এবার হাজির বাংলাতেও। নতুন আপডেটের সঙ্গে ইউজারদের জন্য এসেছে অনেক সুবিধা। এবার থেকে ইউজাররা গুগল বার্ড AI chatbot ৪০টি ভাষায় ব্যবহার করতে পারবেন। এই তালিকায় রয়েছে ৯টি ভারতীয় ভাষাও। হিন্দি, তামিল, তেলুগু, বাংলা, কন্নড়, মালয়ালম, মারাঠি, গুজরাতি এবং উর্দু- এই ৯টি ভারতীয় আঞ্চলিক ভাষায় গুগল বার্ড AI chatbot-এ কাজ করতে পারবেন ইউজাররা। সম্প্রতি গুগল তাদের AI chatbot বার্ড লঞ্চ করেছে ব্রাজিল এবং ইউরোপের বিভিন্ন দেশে। এর পাশাপাশি এসেছে নতুন ফিচারও। গুগল বার্ড এখন ছবি বুঝতেও সক্ষম। ChatGPT-র পেইড মেম্বারদের ক্ষেত্রে এই ফিচার আগেই চালু হয়েছে। এবার স্যাম অল্টম্যানের OpenAI সংস্থা নির্মিত ChatGPT-র প্রতিদ্বন্দ্বী অ্যাপ গুগল বার্ডেও যুক্ত হয়েছে এই ফিচার। অন্যদিকে গুগল কর্তৃপক্ষ functionality free অর্থাৎ পরিষেবা বিনামূল্যে দিচ্ছে ইউজারদের। তবে শুধু ইংরেজি ভাষার ক্ষেত্রেই এই সুবিধা পাওয়া যাবে। 


গুগল বার্ড-এ Image Prompt 


এই ফিচার প্রথম ঘোষণা হয়েছিল Google IO ইভেন্টে। গুগলের একটি ফিচার গুগল লেন্স। এই ফিচারে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজির সাপোর্ট। এই এআই প্রযুক্তি যুক্ত ফিচার গুগল লেন্স এবার যুক্ত হয়েছে গুগল বার্ডে, নতুন ক্ষমতা নিয়ে। আপাতত রোল আউট শুরু হয়েছে নতুন ফিচারের। সমস্ত ইউজারদের জন্য এই ফিচার চালু হলে গুগল বার্ডে সার্চ বারে একটি ক্যামেরা আইকন দেখা যাবে। এর সাহায্যেই ছবি আপলোড করতে পারবেন ইউজাররা। এই ফিচারের সাহায্যে ইমেজ ডিকোড করা যাবে। এর পাশাপাশি গুগল বার্ডে কিছু সার্চ করলে রেজাল্ট বা ফলাফলও আসতে পারে ইমেজ বা ছবির মাধ্যমে। আপাতত গুগল বার্ডের এই ফিচার আমেরিকায় ইংরেজি ভাষার ক্ষেত্রে উপলব্ধ রয়েছে। আগামী দিনে অন্যান্য ভাষা এবং আরও অনেক এলাকাতেই এই ফিচার চালু করবে গুগল কর্তৃপক্ষ। 


গুগল বার্ডের চ্যাট শেয়ার করা যাবে অন্য ইউজারের সাহায্যে। পড়াশোনার কাজে যাঁরা গুগল বার্ড ব্যবহার করেন তাঁদের ক্ষেত্রে এই ফিচার খুবই কার্যকরী। ইউজাররা গুগল বার্ডের সঙ্গে FAQ-এর মতো একটি চ্যাট সেশনও করতে পারবেন এবং পরে তা অন্যান্যদের শেয়ার করাও যাবে। এর পাশাপাশি গুগল বার্ডের ক্ষেত্রে ইউজাররা থ্রেডস পিন করে রাখতে পারবেন, ফলে সহজে খুঁজে পাওয়া সম্ভব হবে।


আরও পড়ুন- নতুন এআই কোম্পানির ঘোষণা করেছেন এলন মাস্ক, কী নাম সংস্থার?