Google Pixel Phones: অ্যাপেল (Apple iPhone) সংস্থার মতো এবার ভারতে তৈরি হবে গুগল পিক্সেল (Google Pixel) ফোন। সম্প্রতি গুগল সংস্থার তরফে একথা ঘোষণা করা হয়েছে। সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল কর্তৃপক্ষ জানিয়েছে খুব তাড়াতাড়ি ভারতে পিক্সেল ফোন তৈরি শুরু হবে। আর প্রথমেই তারা পিক্সেল ৮ (Google Pixel 8) দিয়ে কাজ শুরু করতে চাইছে। প্রথম ধাপে যে ফোন তৈরি হবে তা ২০২৪ সালে উপলব্ধ হবে বলে অনুমান। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকেই ভারতে গুগল পিক্সেল ৮ সিরিজ লঞ্চ হয়েছিল। এই সিরিজের মধ্যে রয়েছে গুগল পিক্সেল ৮ এবং গুগল পিক্সেল ৮ প্রো- এই দুই ফোন। এই প্রো মডেলে রয়েছে গুগলের নিজস্ব টেনসর ৩ চিপসেট। এছাড়াও রয়েছে টাইটান এম২ সিকিউরিটি চিপ। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপও রয়েছে। এছাড়াও ব্যাটারিতে একবার পুরো চার্জ দিলে এবং এক্সট্রিম ব্যাটারি সেভার মোড চালু থাকলে প্রায় ৭২ ঘণ্টা পর্যন্ত ফোন চালু থাকবে বলে দাবি করেছে গুগল কর্তৃপক্ষ। 


প্রথম গুগল পিক্সেল ফোন লঞ্চ হয়েছিল আজ থেকে ৭ বছর আগে। অবশেষে গুগল ফর ইন্ডিয়া ২০২৩ ইভেন্টে সংস্থা জানিয়েছে যে ভারতে তারা পিক্সেল ফোন নির্মাণ করতে চলেছে। গুগল পিক্সেল ফোনের ম্যানুফ্যাকচার শুরু হবে পিক্সেল ৮ মডেল দিয়েই। দেশি এবং বিদেশি- দু'ধরনের ম্যানুফ্যাকচারারদের সঙ্গে নিয়েই কাজ করবে গুগল সংস্থা, একথাও ঘোষণা করা হয়েছে। তবে এই বছর পিক্সেল ফোনের উৎপাদন শুরু হবে বলে কোনও আভাস নেই। বরং বভন্ন সূত্র মারফত শোনা গিয়েছে, গুগল পিক্সেল ফোন ভারতে নির্মাণ শুরু হবে আগামী বছর থেকে অর্থাৎ ২০২৪ সাল থেকে। শুধু ফোন নির্মাণের কথাই নয় আরও নতুন ঘোষণা করেছে গুগল কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন প্রান্তে আরও বেশি সংখ্যক সার্ভিস নেটওয়ার্ক বাড়ানোর পরিকল্পনা রয়েছে সংস্থার। বর্তমানে দেশের ২৭টি শহরে ২৮টি সার্ভিস সেন্টার রয়েছে গুগলের। F1 Info Solutions এই সমস্ত সার্ভিস সেন্টার পরিচালনা করে। প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী স্যামসাং, অ্যাপেল- এঁদের পাল্লা দিতেই ভারতে পিক্সেল ফোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে গুগল কর্তৃপক্ষ। 


গত ১২ অক্টোবর ভারতে গুগল পিক্সলে ৮ এবং পিক্সেল ৮ প্রো ফোনের বিক্রি শুরু হয়েছে। এই মাসের শুরুর দিকে ভারতে লঞ্চ হয়েছিল এই দুই ফোন। গুগল পিক্সেল ৮ ফোনের ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৫,৯৯৯ টাকা। Hazel, Obsidian, Rose- এই তিন রঙে লঞ্চ হয়েছে পিক্সেল ৮ ফোন। অন্যদিকে, গুগল পিস্কেল ৮ প্রো ফোনের ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১,০৬,৯৯৯ টাকা। এই ফোন লঞ্চ হয়েছে Bay, Obsidian, Porcelain- এই তিনটি রঙে। ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে গুগল পিক্সেল ৮ এবং পিক্সেল ৮ প্রো- এই দুই ফোন। 


আরও পড়ুন- ওয়ানপ্লাস ওপেন- ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ হল ভারতে, দাম ১ লাখেরও বেশি !