Android Tracker Alert: অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের (Android Tracker Alert) জন্য নতুন সুবিধা নিয়ে এসেছে গুগল কর্তৃপক্ষ। অনেকক্ষেত্রেই ইউজাররা বুঝতে পারেন না কীভাবে তাঁদের ডিভাইস ট্র্যাক হচ্ছে। তবে এবার থেকে বোঝা যাবে। কারণ যদি আপনার ব্যাগে কেউ কোনও ট্র্যাকিং ডিভাইস (Tracking Device) লাগিয়ে দেওয়া হয় তাহলে অ্যান্ড্রয়েড ফোনে বেজে উঠবে অ্যালার্ম। শুধু ব্যাগ নয়, পকেট বা এমন কোনও কিছু যা ইউজারদের কাছাকাছি রয়েছে সেখানে ট্র্যাকার বা ট্র্যাকিং ডিভাইস লাগানো থাকলে অ্যান্ড্রয়েড ফোনে বেজে উঠবে অ্যালার্ম। ফলে সতর্ক হতে পারবেন ইউজাররা। এই ট্র্যাকার অ্যালার্টের এখনও কোনও নাম দেওয়া হয়নি।
কোন ফোনে কাজ করবে এই গুরুত্বপূর্ণ ফিচার
গুগলের তরফে জানানো হয়েছে যেসমস্ত অ্যান্ড্রয়েড ফোনে Android 6.0 বা তার থেকে বেশি ভার্সান রয়েছে সেখানে এই ট্র্যাকিং অ্যালার্ট ফিচার কাজ করবে। গত কয়েক বছরে যেসমস্ত অ্যান্ড্রয়েড ফোন লঞ্চ হয়েছে তার বেশিরভাগই এই আওতায় পড়ে যাবে। ফলে অনেক ইউজার সুবিধা পাবেন। গুগল প্লে সার্ভিসের মাধ্যমে এই নতুন পরিষেবা পাবেন ইউজাররা। গুগলের তরফে এই সার্ভিস বিল্ট-ইন পদ্ধতিতে ফোনে দেওয়াই থাকে। নতুন ফিচার পাওয়ার জন্য ইউজারদের শুধু লেটেস্ট আপডেটেড ভার্সান রাখতে হবে। এই ট্র্যাকার অ্যালার্টের তিনটি মোড থাকছে। সেগুলি হল- নোটিফাই, অ্যাকশন এবং স্ক্যানিং।
গুগলের অজানা ট্র্যাকার অ্যালার্ট কীভাবে স্টকারদের থেকে সুরক্ষিত রাখবে আপনাকে
যখন আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই নতুন ফিচার এনাবেল করা থাকবে তখন আপনার ফোনের সঙ্গে অপরিচিত কোনও ব্লুটুথ ট্র্যাকার যুক্ত হলে আপনি অ্যালার্ট পাবেন। নোটিফিকেশন আসবে ইউজারের কাছে, সঙ্গে থাকবে অ্যালার্ট বাটন। এখানে ট্র্যাকারের অবস্থান জানতে পারবেন আপনি। এমনকি আপনার হাতের নাগালে চলে আসবে ওই ট্র্যাকিং ডিভাইস। অথচ সেই ডিভাইসের মালিক আপনার অবস্থান পরিবর্তনের ব্যাপাতে কিছুই টের পাবেন না। সবটাই হবে একদম নিঃশব্দে।
এখানেই শেষ নয়। ট্র্যাকার সম্পর্কে আরও তথ্য ইউজার পাবেন ওই অ্যালার্ট নোটিফিকেশনের মাধ্যমেই। ইউজারের হাতে আসবে ট্র্যাকিং ডিভাইসের সিরিয়াল নম্বর। এছাড়াও যে ব্যক্তি ওই ট্র্যাকারের মালিক তাঁর ফোন নম্বরের শেষ চারটি সংখ্যাও পেতে পারেন। একজন ইউজার নিজের অ্যান্ড্রয়েড ফোনে থাকা ট্র্যাকার অ্যালার্ট ছাড়াও আশপাশের অন্য কোনও ডিভাইসে থাকা ট্র্যাকার অ্যালার্ট সম্পর্কেও জানতে পারবেন। আইফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে আগেই লঞ্চ হয়েছিল ট্র্যাকার AirTags। এবার এই AirTags এর সঙ্গেই গুগল নির্মিত অ্যান্ড্রয়েড ডিভাইসের ট্র্যাকার অ্যালার্ট ফিচার প্রতিযোগিতায় নামতে চলেছে।
আরও পড়ুন- প্রেমের ফাঁদে ফেলে আর্থিক প্রতারণা! 'অনলাইন প্রেমিক'-দের থেকে দামি উপহার নিতে সাবধান