Online Scam: গত কয়েকমাসে ভারতে অনলাইন প্রতারণার (Online Fraud) সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। নিত্যনতুন কৌশলের (New Trics) মাধ্যমে আমজনতাকে ঠকাতে উদ্যত হয়েছে স্ক্যামাররা। প্রায় সব ধরনের অনলাইন মাধ্যমেই প্রতারণার শিকার হচ্ছেন কেউ না কেউ। ইউপিআই অ্যাপ হোক বা ইউটিউব, সোশ্যাল মিডিয়া মাধ্যমে ইন্সটাগ্রাম, টেলিগ্রাম, ট্র্যাভেল ওয়েবসাইট এবং আরও অনেক মাধ্যমের আড়ালেই লুকিয়ে রয়েছে প্রতারণার ফাঁদ। সম্প্রতি শোনা গিয়েছে, বিভিন্ন ডেটিং অ্যাপ (Dating App) এবং ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটের (Matrimonial Website) মাধ্যমেও সাধারণ মানুষকে নিশানা বানাচ্ছে হ্যাকাররা। এবার আর লিঙ্কে ক্লিক করে কিংবা অনলাইনে কিছু টাস্ক করলেই যে বিপদ হচ্ছে তা নয়, রয়েছে তার থেকেও বেশি কিছু। কেন্দ্রীয় সরকারের তরফেও সতর্ক করা হয়েছে। বার্তা দিয়ে বলা হয়েছে, ডেটিং এবং ম্যাট্রিমোনিয়াল অ্যাপ যাঁরা ব্যবহার করেন তাঁরা যেন 'অনলাইন প্রেমিকদের' থেকে কোনওভাবেই দামি উপহার না নেন।
কীভাবে প্রতারণার শিকার হচ্ছেন ইউজাররা
সম্প্রতি অর্থ মন্ত্রকের তরফে ডেটিং অ্যাপ এবং ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট ব্যবহার করার ব্যাপারে ইউজারদের সতর্ক করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রকের তরফে বলা হয়েছে, ইউজারদের বলা হয় তাদের 'বন্ধু বা প্রেমিক' কোনও উপহার পাঠিয়েছেন। সেটা নেওয়ার জন্য শুল্ক দিতে হবে। এই দামি উপহার সংগ্রহের জন্য শুল্ক দিলেই বিপত্তি। অ্যাকাউন্ট সাফ হতে বেশি সময় লাগবে না। এর সঙ্গে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এও জানানো হয়েছে যে শুল্ক দফতরের তরফে কখনও কোনও ইউজারকে ফোন বা এসএমএস করে ব্যক্তিগত কোনও অ্যাকাউন্টে শুল্ক দেওয়ার কথা বলা হবে না।
গুগল ক্রোমেও রয়েছে বিপদ
গুগল ক্রোম ইউজারদের জন্য সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। যত তাড়াতাড়ি সম্ভব ব্রাউজার আপডেটের পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনে কাজ করে Computer Emergency Response Team বা CERT-In। ভারতে সরকারের এই দল সম্প্রতি গুগল ইউজারদের জন্য সতর্কবার্তা জারি করেছে। CERT-In জানিয়েছে, গুগল ক্রোমের নির্দিষ্ট কিছু ভার্সানে একাধিক সমস্যা দেখা দিচ্ছে যার ফলে ইউজারদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। CERT-In গুগল ক্রোম ইউজারদের সতর্ক করে জানিয়েছে, সংকটে পড়তে পারে তাঁদের সেনসিটিভ তথ্য। বিভিন্ন ফিশিং অ্যাটাক, ডেটা ব্রিচ, ম্যালওয়্যার ইনফেকশন এই ধরনের যাবতীয় সমস্যা লক্ষ্য করা যেতে পারে। তাই ইউজারদের অবিলম্বে সতর্ক হওয়া প্রয়োজন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial