কলকাতা: যাদবপুরে পড়য়ার মৃত্যু ঘিরে উত্তাল রাজ্য। সেই আবহেই রিপোর্ট তলব করল রাজ্য মানবাধিকার কমিশন। হস্টেলে কি আদৌ সিসিটিভি ত্যামেরা ছিল, না থাকলে কেন ছিল না, রিপোর্ট চেয়ে পাঠানো হল। কলকাতার পুলিশ কমিশনার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট চাওয়া হল। ২৪ অগাস্টের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। রিপোর্ট যদি সন্তোষজনক না হয়, তাহলে স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু হবে বলে জানিয়েছে রাজ্য মানবাধিকার কমিশন। (JU Student Death)
এদিকে, যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন রাত ৮টা পর্যন্ত সুস্থ-স্বাভাবিকই ছিল স্বপ্নদীপ। এরপর মেন হস্টেলের একটি ঘরে ওই ছাত্রের কাউন্সেলিং হয়। সেই কাউন্সেলিংয়ে কয়েক জন পড়ুয়ার সঙ্গে হাজির ছিলেন যাদবপুরের প্রাক্তনী সৌরভ চৌধুরীও। (Jadavpur University)
পুলিশ সূত্রে খবর, এরপর হস্টেলের একদল পড়ুয়া, সঙ্গে সৌরভ-সহ-প্রাক্তনীরা স্বপ্নদীপকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য ও অশ্লীল অঙ্গভঙ্গি করে অভব্য আচরণ শুরু করেন। রাত যত গড়িয়েছে, ততই বেড়েছে অত্যাচারের মাত্রা। এর মধ্যেই অসহায় স্বপ্নদীপ, কয়েকজন পড়ুয়ার সামনেই তিন তলার বারান্দা থেকে নীচে পড়ে যান।
পুলিশের দাবি, জেরায় সৌরভ-সহ কয়েকজন পড়ুয়া তথ্য গোপন করে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। স্বপ্নদীপের পরিবারকে যতটা সহযোগিতার কথা তাঁরা বলছেন, তাঁদের ভূমিকা আদৌ তা ছিল না বলে তদন্তকারীরা মনে করছেন। আজও কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সৌরভ ছাড়াও স্বপ্নদীপের তিন জন রুমমেট এবং ভিন্ রাজ্যের এক পড়ুয়ার কথায় অসঙ্গতি রয়েছে
বলে পুলিশের দাবি।
সূত্রের খবর, বিশ্ববিদ্যালয় থেকে ফিরে তিনদিনে দু’বার হস্টেলে নিজেকে সিনিয়রদের কাছে পরিচয় করাতে হয়েছিল স্বপ্নদীপকে। কী ঘটেছিল সেই আলাপ পর্বে? কারা ছিল প্রথম বর্ষের পড়ুয়ার পরিচয়-পর্বে? এমন কী ঘটেছিল, যার পরিণতি এত মর্মান্তিক ও ভয়ঙ্কর হল? বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রাক্তনী ও সিনিয়ররা কেন নাম-পরিচয় জানার চেষ্টা করছিলেন? কীভাবে তা জানতে চাওয়া হয়? স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় এমন নানা প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
শুক্রবার গতকাল গভীর রাত পর্যন্ত ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরীকে জেরা করা হয়। কর্তৃপক্ষের ভূমিকা কী ছিল, তা জানতে আজও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ সূত্রে খবর, স্বপ্নদীপকে যাঁরা পরিচয় করানোর নামে উত্যক্ত করেছিলেন, তাঁদের নেতৃত্ব দেন সৌরভ। তবে তিনি একা নন, ওই দলে ছিলেন আরও কয়েক জন। পুলিশ জানতে পেরেছে, হস্টেলে রীতিমতো প্রভাবশালী ছিলেন ২০২২-এর ম্যাথমেটিক্সে MSC পাস আউট সৌরভ। ঘটনার দিন কারা সৌরভের সঙ্গে ছিলেন, স্বপ্নদীপের মৃত্যুর নেপথ্যে তাঁদের কী ভূমিকা, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। স্বপ্নদীপের সহপাঠীদেরও জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।