Google Chrome logo: দীর্ঘ ৮ বছর পর হতে চলেছে এই পরিবর্তন। অবশেষে নিজেদের লোগো বদলাচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। আপনার ডিভাইসেও দেখতে পারবেন এই পরিবর্তন। 


Google Chrome update: ট্যুইটারে ক্রোমের নতুন লোগোর ছবি দিয়েছেন গুগল ক্রোমের ডিজাইনার Elvin Hu। পোস্টে হু লিখিছেন, "আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো আজ Chrome-এর ক্যানারি আপডেটে একটি নতুন আইকন লক্ষ্য করেছেন৷ হ্যাঁ! আমরা ৮ বছরে প্রথমবার Chrome এর ব্র্যান্ড আইকনগুলিকে রিফ্রেশ করছি৷ নতুন আইকনগুলি শীঘ্রই আপনার ডিভাইসগুলিতে দেখতে পাবেন।" আগের ছায়াগুলি সরিয়ে আইকনটিকে এখন আরও সরল ও চ্যাপ্টা করা হয়েছে। রংগুলি উজ্জ্বল ও অনুপাতগুলি ভিন্ন রাখা হয়েছে। এবার মাঝখানে বড় নীল বলটিকে লক্ষণীয়ভাবে বড় করে তোলা হয়েছে ডিজাইনে।


উইন্ডোজ, ম্যাক ওএস ও আইওএস-এ হোম পেজে আরও ভাল লুকের জন্য ডিজাইনে আরও বৈচিত্র্য আনা হচ্ছে। অন্তত তেমনই জানিয়েছেন Elvin Hu। Google এটিকে আরও পরিবর্তন করছে। হু জানিয়েছেন, নতুন Google Chrome লোগো শীঘ্রই Chrome 100-এর সঙ্গে  সব ডিভাইস জুড়ে ব্যবহারকারীদের জন্য লাইভ হবে। Hu এর মতে,  আপনি যদি Chrome Canary (Chrome-এর বিকাশকারী সংস্করণ) ব্যবহার করেন, তবে এখনই নতুন আইকনটি দেখতে পারবেন। তবে এটি আগামী কয়েক মাসের মধ্যে সবাই পেয়ে যাবেন। 


সম্প্রতি ভারতে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন ও 5G পরিষেবা দেওয়ার জন্য এয়ারটেলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে গুগল। এই গাঁটছড়ার অধীনে ভারতী এয়ারটেলে ১ বিলিয়ন ডলার বা প্রায় ৭৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে Google। ভারতের ডিজিটালাইজেশন ফান্ডের অংশ হিসাবে এই অঙ্ক বিনিয়োগ করবে গুগল। ভারতী এয়ারটেলের ১.২৮ শতাংশ শেয়ার কিনবে Google,যা প্রায় ৭০০ মিলিয়ন ডলার (৫,২২৪.৪ কোটি টাকা)। ইতিমধ্যেই চুক্তির বিষয়ে পরিষ্কার করে দিয়েছে ভারতী এয়ারটেল। কোম্পানি জানিয়ে দিয়েছে, গুগল তাদের কোম্পানির শেয়ার ৭৩৪ টাকা দরে কিনবে।



ডিজিটাল ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ জোট


গুগল পাঁচ বছরের চুক্তির অধীনে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। বর্তমানে ভারতের ১.৩ বিলিয়ন মানুষের মধ্যে প্রায় ৭৫০ মিলিয়ন লোক মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করে।কিন্তু এখনও প্রায় ৩৫০ মিলিয়ন ফিচার ফোন বা বেসিক ফোন ব্যবহারকারী রয়েছেন যারা তাদের দামের কারণে স্মার্টফোন কিনতে পারেননি। এই চুক্তির মাধ্যমে Airtel ৩৫০ মিলিয়ন মোবাইল ফোন গ্রাহকদের সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন সরবরাহ করবে। এর মাধ্যমে ফিচার ফোন ব্যবহারকারীরা স্মার্টফোনের সঙ্গে সংযোগ করে ইন্টারনেট সার্ফিং সহ অন্যান্য ডিজিটাল পরিষেবাগুলি পাবে।