Google Doodle: অংশ নিয়েছিল দেশের একশোরও বেশি শহরের লক্ষাধিক শিক্ষার্থী। তার মধ্যে বেছে নেওয়া হল সেরা কুশলীকে। গুগল ডুডল আর্টওয়াকের জন্য ভারতে সেরা হল কলকাতার শ্লোক মুখোপাধ্যায়।


Doodle for Google 2022: কী ছিল এবারের থিম ? 
প্রতি বছর একটি নতুন থিম নিয়ে ডুডল আর্টওয়ার্ক প্রতিযোগিতার আয়োজন করে গুগল। অনলাইনে এই ডুডল আয়োজন করে 'টেক জায়ান্ট'। যাতে সারা বিশ্ব থেকে ক্লাস ১-১২-এর ছাত্ররা অংশগ্রহণ করে। আজ ১৪ নভেম্বর সেই বিজয়ীর নাম ঘোষণা করেছে গুগল (Google)। এবার প্রতিযোগিতার থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে 'আগামী ২৫ বছরে ভারত'। 


Google Doodle: ডুডল আর্টওয়ার্কের বিজয়ী


কীভাবে বদলে যাবে দেশের পরিস্থিতি। আগামী ২৫ বছরে কেমন দেখতে হবে ভারত ? গুগলের এই থিম অনলাইনে নিজের শিল্পকর্মে ফুটিয়ে তুলেছেন শ্লোক মুখোপাধ্যায়। তারই হাতে রূপ পেয়েছে থিম 'India in the next 25 years'। যেখানে বিজ্ঞানকে আগামী দিনে মানবতার স্বার্থে কীভাবে কাজে লাগানো যেতে পারে, তা ফুটিয়ে তুলেছে শ্লোক। এখানেই শে, নয়, অতীতেও এই আর্টওয়াকেই কাজে লাগিয়ে আগামী দিনে যোগের গুরুত্ব বিজ্ঞানের সার্বিক উন্নয়নের মাধ্যমে দেখানো হয়েছিল। গুগল ডুডলেই স্থান পেয়েছিল আয়ুর্বেদের গুরুত্ব।


গুগলের এই ডুডল আর্টওয়ার্ক প্রোগ্রামে দেশের ১০০টিরও বেশি শহরের প্রায় এক লাখ শিক্ষার্থী অংশ নিয়েছিল। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের তৈরি ডুডল পাঠানোর সময়সীমা ছিল ৩০ সেপ্টেম্বর রাত ৯টা পর্যন্ত। ডুডল ফর গুগল ওয়েবসাইটে শিক্ষার্থীদের তৈরি ডুডলে স্থান দেওয়ার পাশাপাশি তাদের সম্পর্কিত তথ্যও শেয়ার করা হয়েছে।


Doodle for Google 2022: গুগল প্রতি বছর এই প্রতিযোগিতার আহ্বান জানায়


গুগল প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করে। এতে যোগদানের জন্য শিক্ষার্থীদের ১-১২ শ্রেণির ছাত্র হতে হয়। এর জন্য গুগল বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানায়। শিক্ষার্থীদের সৃষ্টিশীলতাকে বিশ্বের সামনে তুলে ধরতেই এই আয়োজন করে গুগল। পাশাপাশি বিজয়ীরা এর মাধ্যমে ভালো স্কুলে স্কলারশিপের পাশাপাশি 'টেক প্যাকেজ'ও জিততে পারে।


আরও পড়ুন : WhatsApp Status: গোপনে কারও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে চান, তাহলে মেনে চলুন এই পরামর্শ


Education Loan Information:

Calculate Education Loan EMI