Google Fit New Feature: কোনও ফিটব্যান্ড লাগবে না। আপনার ফোনের ক্যামেরাই বলে দেবে হৃদযন্ত্রের অবস্থা। আইফোন (iPhone)ব্যবহারকারীদের জন্য এসেছে এই সুখবর। ফিটনেস (Fitness Freak)হলে অবশ্যই কাজে দেবে এই নতুন ফিচার। 


এখন আপনি ফোনের ক্যামেরা থেকে কোনও ফিটব্যান্ড(Fitband) ছাড়াই হার্ট রেট (Heart Rate) বা শ্বাস-প্রশ্বাসের ওপর নজর রাখতে পারবেন। আসলে গুগল (Google) ফিট আইওএসের(iOS)জন্য এই বিশেষ ফিচার নিয়ে এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার ফোনে সক্রিয় ইন্টারনেট না থাকলেও এই ফিচার কাজ করবে। জেনে নিন কীভাবে কাজ করবে এই সিস্টেম।


Heart Rate Monitor: হৃদস্পন্দন জানা যাবে এই উপায়ে এই ফিচারের মাধ্যমে Google Fit ফিটনেস অ্যাপটি ব্যবহারকারীদের হৃদস্পন্দন পরিমাপ করবে। এর জন্য আইফোনের পিছনের ক্যামেরার লেন্সে সামান্য চাপ দিতে হবে।অন্যদিকে, আপনি আইফোনের(iPhone) ফ্রন্ট ক্যামেরা দিয়ে বিটস পার মিনিট(BPM)  ট্র্যাক করতে পারবেন। ২০২১-এর ফেব্রুয়ারিতে প্রথম Google Pixel-এর জন্য হার্ট ও শ্বাসযন্ত্রের হার ট্র্যাকিং ফিচার চালু করেছিল Google Fit। 


Google Fit New Feature: এইভাবে কাজ করে নতুন ফিচার আপনি যখন ফোনের পিছনের ক্যামেরার সেন্সরে হালকা চাপ দেন, তখন এই ফিচারটি কাজ করা শুরু করে।
পরবর্তীকালে রক্ত ​​​​প্রবাহ অনুমান করতে Google আপনার আঙুলের রঙের মাইক্রো পরিবর্তনগুলি ট্র্যাক করে হার্ট বিট মেপে নেয়।গ্রাহকের হৃদস্পন্দন পরিমাপ করতে প্রায় ৩০ সেকেন্ড সময় লাগে এই ফিচারের মাধ্যমে। প্রতি মিনিটে বিটস (BPM) এর সাথে আপনি একটি গ্রাফের একটি প্রিভিউ পাবেন। চাইলেই এই ডেটা Google Fit-এ সংরক্ষণ করতে পারেন আপনি।


Heart Rate Monitor: সামনের ক্যামেরা এভাবে কাজ করবে আপনি আইফোনের সামনের ক্যামেরা দিয়ে শ্বাস-প্রশ্বাসের হারও ট্র্যাক করতে পারেন। এর জন্য অ্যাপের ডিসপ্লেতে আপনার মাথা ও ধড় সঠিকভাবে দেখাতে হবে। এমন পরিস্থিতিতে সামনের ক্যামেরা চালু করার সময় আপনার ফোনকে স্থির রাখতে হবে।
ফোনটি ৩০ সেকেন্ডের জন্য স্থিরভাবে ধরে রাখলেই অ্যাপ আপনাকে শ্বাসযন্ত্রের হার বলতে শুরু করবে।


Google Fit New Feature: এই ডিভাইসের ফিচার 
বর্তমানে এই ফিচারের সুবিধা iPhone ছাড়াও iPad Pro-তে পাওয়া যাবে। আপনার ফোনে Google Fit অ্যাপ থাকলেই এই সুবিধা পাবেন।