নয়াদিল্লি: গুগলের জেনারেটিভ এআই টেকনোলজি গুগল জেমিনি দিনে দিনে মানুষের যোগ্য সহযোগী হয়ে উঠছে এবং আগামীতে এই গুগল জেমিনি মানুষের সব আকাঙ্ক্ষা ও কৌতুহলকে সম্পূর্ণ করে দেবে। একটি প্রম্পটের ভিত্তিতে ভিডিয়ো তৈরি করাই (Google Gemini) হোক কিংবা ছাত্র-ছাত্রীদের জন্য ক্লাস তৈরি করাই হোক বা কোনও সমস্যার সমাধান করা তাও আবার লাইভ ভিডিয়োর মাধ্যমে। কোনও কিছুই আর অসম্ভব রইল না। সম্প্রতি দিল্লিতে একটি অনুষ্ঠানে গুগল জেমিনি তার নতুন ৫টি ফিচার্সের প্রদর্শনী করেছে। কী কী নতুন ফিচার্স এল এই এআই টেকনোলজিতে ? কী সুবিধে হবে আপনার ?

Continues below advertisement


গুগল তার সমীক্ষায় দেখেছে, সাধারণত কিছু বাধাধরা সমস্যা সমাধানের জন্যই গুগল জেমিনি ব্যবহার করে থাকে মানুষ। কিছু জটিল সমস্যার সমাধান, কীভাবে সমাধান মিলবে তার হদিশ জানা, সৃজনশীল আইডিয়া নেওয়া, লেখালিখিতে সুবিধে কর ইত্যাদি আর এই সবের মাধ্যমে গুগল জেমিনি ক্রমেই মানুষের যোগ্য সহযোগী হয়ে উঠেছে।


এএনআই সংবাদমাধ্যমে গুগল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট অফ মার্কেটিং শেখর খোসলা জানিয়েছেন কীভাবে এই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তার টুলগুলি মানুষের যোগ্য সহায়ক হয়ে উঠছে। তিনি এও বলেন যারা এই কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিয়েছেন তাদের সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস এক ধাক্কায় অনেকখানি বেড়ে গিয়েছে। আমাদের নিত্যদিনের জীবনের প্রতিটি পদক্ষেপে সহায়তা করছে গুগল জেমিনি। এর মানে মানুষের বিকল্প তৈরি করা নয়, বরং মানুষকে আরও এক ধাপ এগিয়ে দেওয়া। মানুষই ঠিক করছে কখন এর ব্যবহার করবে, কীভাবে ব্যবহার করবে, এবং কতটুকু করবে।


সম্প্রতি গুগল জেমিনি নতুন ৫টি ফিচার্স প্রদর্শনী করেছে। এর মধ্যে সবার প্রথমে রয়েছে গুগল জেমিনি তাঁর Veo 2 মডেলের মাধ্যমে টেক্সট প্রম্পট থেকে ৮ সেকেন্ডের ভিডিয়ো বানিয়ে দিতে পারবে সহজেই। Imagen 3 মডেলের মাধ্যমে আপনার ভাবনায় যেমন ছবি রয়েছে, হুবহু একই রকম ছবি আপনাকে বানিয়ে দেবে গুগল জেমিনি। কোনো টেক্সট বা কোড সংশোধন করার ক্ষেত্রেও এসেছে বড় সুবিধে।


এখানেই শেষ নয়, গুগল জেমিনি এনেছে জেমিনি লাইভ যার মাধ্যমে নিত্যদিনের সমস্যা আপনি ক্যামেরায় ভিডিয়োর মাধ্যমে জেমিনিকে দেখালে তাঁর সমাধান দিতে পারবে এই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি। তাড়াতাড়ি পরামর্শও দিতে পারবে গুগল জেমিনি। আর রয়েছে ডিপ রিসার্চ। আপনার খাটনি এক দফায় কমিয়ে আনবে এই প্রযুক্তি। একটা ডকুমেন্ট বা রিসার্চ পেপারকে সহজেই বানানো যাবে পডকাস্টের আকারে, গুগল জেমিনির অডিয়ো ওভারভিউ ফিচার্সের মাধ্যমে দুইজন হোস্ট আপনার কনটেন্ট নিয়ে কথা বলবে। অডিয়ো ফর্মাটে সেটি রূপান্তর করে দেবে।