Google AI: সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল (Google) সম্প্রতি লঞ্চ করেছে জেমিনি (Google Gemini AI Model), এ যাবৎ তাদের সবচেয়ে শক্তিশালী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল (AI Model)। জেমিনি এআই (Gemini AI) আসলে গুগলের লেটেস্ট লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (Latest Large Language Model) যা পাল্লা দেবে ওপেন এআই (Open AI) - এর চ্যাটবোট (Chatbot) চ্যাট জিপিটি ৪ (ChatGPT 4) মডেলের সঙ্গে। গুগল বার্ড (Google Bard) - কে আরও শক্তিশালী করবে এই জেমিনি এআই। এছাড়াও গুগল পিক্সেল (Google Pixel Phone) ফোনে এআই ফিচারের ভিত সুদৃঢ় করতেও সাহায্য করবে এই লেটেস্ট লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM)। গুগলের জেমিনি এআই লঞ্চ হয়েছে মোট তিনটি সাইজে- ন্যানো, প্রো এবং আলট্রা। তিন ধরনের আলাদা আলাদা কাজ করবে এগুলি। আপাতত গুগলের জেমিনি এআই কতটা নিরাপদ তা খতিয়ে দেখা হচ্ছে। এই সেফটি চেক সম্পন্ন হলে আগামী বছর সাধারণ মানুষের জন্য উপলব্ধ হবে গুগলের নতুন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, জেমিনি ন্যানো উপলব্ধ হবে পিক্সেল ৮ প্রো ফোনে। এই ডিভাইসে নতুন করে যেসব এআই ফিচার যুক্ত হয়েছে সেগুলিকে আরও শক্তিশালী করবে এই জেমিনি এআই মডেল। অন্যদিকে জেমিনি প্রো পাওয়া যাবে গুগল বার্ড- এ। গুগল বার্ড সংস্থার চ্যাটবোট যা চ্যাট জিপিটি- র সঙ্গে পাল্লা দিতে সক্ষম। এর পাশাপাশি জেমিনি আলট্রা- ও দেখা যাবে গুগল বার্ড- এর মধ্যে।
গুগলের জেমিনি এআই মডেল
গুগল সংস্থা জানিয়েছে তাদের জেমিনি এআই মডেলের ন্যানো ভার্সান ব্যবহার করা হবে যেকোনও ডিভাইসে দ্রুত গতির কাজ করার জন্য। প্রো ভার্সান হল একাধিক কাজ করার টায়ার। আর আলট্রা হল সবচেয়ে শক্তিশালী। জেমিনি এআই মডেলের এই থ্রি-টায়ার বা ত্রিস্তরীয় কার্যকলাপের মাধ্যমে গুগল নিশ্চিত করতে চাইছে যে তাদের লেটেস্ট লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেন সাধারণ মানুষের সব ধরনের কাজে ব্যবহার করা সম্ভব হয়। কোনও ডিভাইসে দ্রুত গতির কাজ হোক, একসঙ্গে একাধিক কাজ করার হোক কিংবা ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের শক্তিশালী ও জটিল কাজ- সব কিছুর সমাধান পাওয়া যাবে গুগল জেমিনি এআই মডেলে।
জেমিনি ন্যানো থাকবে গুগল পিক্সেল ৮ প্রো ফোনে। সেখানে রেকর্ডার অ্যাপের মাধ্যমে সামারাইজেশন এবং জিবোর্ডের স্মার্ট রিপ্লাই ফিচারের ক্ষেত্রে কাজ করতে জেমিনি এআই মডেলের ন্যানো ভার্সান। প্রাথমিক ভাবে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেই এই পরিষেবা পাবেন ইউজাররা। অন্যদিকে জেমিনি প্রো গুগল বার্ড- এর মধ্যে পাওয়া যাবে একদম বিনামূল্যে। টেক্সট ভিত্তিক পরিষেবার একদম লেটেস্ট, অ্যাডভান্সড, আপগ্রেডেড ও আপডেটেড সমস্ত ফিচার পেয়ে সাহায্য করবে এই জেমিনি প্রো ভার্সান।
আরও পড়ুন- বছরশেষে ভারতে আসছে রিয়েলমির প্রথম ৫জি ফোন, কবে লঞ্চ? কেমন দেখতে হবে এই মডেল?