কলকাতা: ৯ বছর পর বন্ধ হতে চলেছে গুগল হ্যাংআউটস (Google Hangputs)। গুগলের (Googke) এই ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস (Instant Messaging Service) বন্ধ হওয়ার খবর অবশ্য মুষড়ে পড়ার কারণ নেই। কারণ এখনও ইউজারদের হাতে সময় রয়েছে। আপাতত ইউজারদের গুগল চ্যাটে (Google Chat) সুইচ বা স্থানান্তর করার পরামর্শ দিয়েছে সংস্থা। ২০২২ সালের অক্টোবর মাসে এই নতুন মাধ্যম লঞ্চ করতে চলেছে গুগল সংস্থা। অর্থাৎ এখন কিছুদিন ইউজারদের হাতে সময় রয়েছে। তবে গুগলের তরফে ইতিমধ্যেই হ্যাংআউটস অ্যাপ ব্যবহারকারীদের কাছে নোটিফিকেশন পাঠানো হয়েছে। ইন-অ্যাপ অ্যালার্ট পাঠিয়ে ইউজারদের জিমেল অথবা গুগল চ্যাটে স্থানান্তর হওয়ার কথা বলা হয়েছে।


প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৩ সালে গুগল হ্যাংআউটস শুরু হয়েছিল। দীর্ঘ ৯ বছর পথ চলার পর গুগলের এই ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস বন্ধ হতে চলেছে চলতি বছর নভেম্বর মাসে। গুগল জানিয়েছে, বেশিরভাগ ইউজারের চ্যাট নিজে থেকেই হ্যাংআউটস থেকে গুগল চ্যাটে স্থানান্তরিত হয়ে যাবে। তাও ইউজারদের নিরাপত্তার জন্য এখন অ্যালার্ট পাঠিয়ে তাঁদের সতর্ক করে দেওয়া হচ্ছে। গুগল হ্যাংআউটসের ডেটাও ডাউনলোড করে রাখতে পারবেন ইউজারয়া। সেক্ষেত্রে Google Takeout ব্যবহার করতে হবে। নভেম্বর মাসের আগে এই কাজ শেষ করতে হবে ইউজারদের।


জানা গিয়েছে, নভেম্বর মাসে গুগল হ্যাংআউটসের মোবাইল ভার্সান বন্ধ হতে চলেছে। ওয়েবের মেয়াদ আরও কিছুদিন বেশি। চলতি বছরের শেষ পর্যন্ত গুগল হ্যাংআউটসের ওয়েব ভার্সান চালু থাওবে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। এর পাশাপাশি জানা গিয়েছে, গুগল চ্যাট আসলে হ্যাংআউটসের আপডেটেড ভার্সান। একাধিক নতুন ফিচার যুক্ত হতে চলেছে এই নতুন মাধ্যমে। ডকুমেন্ট এডিটিং। স্লাইড বা শিটের ক্ষেত্রে সাইড-বাই-সাইড এডিটিং ফিভের থাকবে। এর পাশাপাশি থাকবে এক্সট্রা স্পেস। এছাড়াও একটিই লোকেশন থেকে বিভিন্ন গ্রুপ এবং টিম তাদের আইডিয়া শেয়ার করার পাশাপাশি ডকুমেন্টের উপর কাজ করতে পারবেন। একই সঙ্গে বিভিন্ন ফাইল এবং টাস্ক পরিচালনা করাও সম্ভব হবে।


আরও পড়ুন- ইন্টারনেট ছাড়াই পাঠাতে পারবেন ইমেল, জিমেলের নতুন ফিচারে রয়েছে আরও চমক