ChatGPT-র প্রতিদ্বন্দ্বী হিসেবে এবার রোলআউট শুরু হয়েছে গুগলের নিজস্ব AI chatbot Bard- এর। গতমাসেই এই Bard- এর কথা ঘোষণা করা হয়েছিল। ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে ChatGPT। সম্প্রতি আবার এর আরও উন্নত ভার্সান GPT-4 লঞ্চ হয়েছে। আর এই সবকিছুকে টেক্কা দিতেই গুগল কর্তৃপক্ষ তাদের নিজস্ব AI chatbot Bard- এর রোলআউট শুরু হয়েছে। জানা গিয়েছে, আপাতত কিছু ইউজারের জন্য Bard- এর পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। সম্প্রতি একটি ব্লগ পোস্টে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা তাদের নিজস্ব AI chatbot Bard- এর  রোলআউট শুরু করেছেন পরীক্ষনীয় স্তরে। আগ্রহী ইউজাররা এই চ্যাটবোটের অ্যাকসেস পাওয়ার জন্য প্রতীক্ষার তালিকায় যুক্ত হতে পারেন। নির্দিষ্ট কিছু ইউজারই গুগলের এই চ্যাটবোটের অ্যাকসেস পাবেন বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। 


গুগলের নিজস্ব চ্যাটবোট Bard- এর অ্যাকসেস পাবেন কারা


মাইক্রোসফট কিছুদিন আগে তাদের নতুন Bing ফিচার লঞ্চ করেছে। তাদের পথেই হাঁটছে গুগল। অর্থাৎ যাঁরা এখন ওয়েট লিস্টের জন্য সাইন আপ করবেন, তাঁরা গুগলের AI chatbot Bard- এর অ্যাকসেস পাবেন। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের লোকেরাই এই AI chatbot Bard- এর অ্যাকসেস পাবেন বলে শোনা গিয়েছে। এই দুই দেশের বাসিন্দারা ওয়েট লিস্টে যুক্ত হতে পারে। আগামী দিনে অন্যান্য দেশেও গুগলের এই পরিষেবা চালু হবে বলে জানানো হয়েছে। bard.google.com- এ গিয়ে সাইন আপ করতে পারবেন আগ্রহীরা। 


Bard লঞ্চের পরেই সমালোচনা


ChatGPT-র প্রতিদ্বন্দ্বী হিসেবে গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবোট Bard লঞ্চের পরেই তার কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল। সমালোচনায় সরব হয়েছিলেন নেটিজেনরা। আপাতত প্রাথমিক পর্যায়ের ভুল শুধরে রোল আউট শুরু হয়েছে Bard- এর। আগামী দিনে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সমস্যা প্রকাশ্যে এলে তারও সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছে গুগল সংস্থা। 


ChatGPT কি কর্মক্ষেত্রে মানুষের পরিবর্ত হয়ে দাঁড়াবে


ChatGPT-র পেরেন্ট কোম্পানি অর্থাৎ যে সংস্থা এই ChatGPT তৈরি করেছে সেই OpenAI কোম্পানির প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান সম্প্রতি নিজের আবিষ্কার নিয়েই শঙ্কা প্রকাশ করেছেন। তাঁর মতে এই AI chatbot চাকরির দুনিয়ায় মানুষের পরিবর্ত হিসেবে ব্যবহারযোগ্য। এমনিতেই বর্তমানে বিশ্বজুড়ে কর্মী ছাঁটাই চলছে। তার মধ্যে এই পদ্ধতির উত্থান আরও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা তৈরি করছিল। এবার স্যাম অল্টম্যানের কথাতেও সেই আশঙ্কা বাড়ল। 


আরও পড়ুন- ChatGPT কি সত্যিই মানুষের চাকরি খোয়ানোর কারণ হতে চলেছে? কী বলছেন খোদ নির্মাতা?