Tech News: আলফাবেট আইএনসির অধীনে 'গুগল' (Google) সংস্থায় কস্ট কাটিংয়ের জন্য এই কয়দিনে প্রায় শতাধিক কর্মীকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। মূলত ডিজিটাল অ্যাসিসট্যান্ট, হার্ডওয়্যার এবং ইঞ্জিনিয়ারিং টিম থেকেই অধিকাংশ কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলে সূত্রের খবর। কয়েকদিন আগে উৎপাদন মূল্য কমানোর লক্ষে বেশ কিছু ইউনিট বন্ধ করে দেওয়ার কথা জানায় গুগল, আবার বেশ কিছু ইউনিটের পরিকাঠামোতে আমূল বদল আনার কথাও শোনা গিয়েছিল। তার মধ্যে গুগলের অ্যাড সেলস ইউনিটে (Google Ad Sales Unit) আমূল রদবদল হওয়ার কথা জানা গিয়েছিল। এবার কোপ পড়ল ভয়েস বেসড গুগল অ্যাসিস্ট্যান্টদের উপর।


এছাড়াও গুগলের অগমেন্টেড রিয়েলিটি হার্ডওয়্যার টিম (Augmented Reality), সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং টিমের কর্মীদের মধ্যে অধিকাংশই চাকরি খুইয়েছেন এই মরশুমে। ২০২৩ সালের শেষভাগে, গুগলের প্রচুর টিম নিজেদের মধ্যে বেশ কিছু পরিবর্তন এনেছে আরও দক্ষ, আরও ভাল কাজ করার জন্য। সবথেকে জনপ্রিয় প্রোডাক্টকে প্রাধান্য দিয়ে সেইমত তার চাহিদা পূরণ করার লক্ষ্যে গুগল এই রদবদল করে চলেছে বলে জানা গিয়েছে।


গুগলের এই নিরন্তর কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে আলফাবেট ওয়ার্কার্স ইউনিয়ন (Alphabet Worker's Union) এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে জানিয়েছে, 'গুগল ফের অবান্তর অযৌক্তিক কর্মী ছাঁটাই শুরু করেছে। আমাদের সদস্য এবং টিমমেটরা নিরন্তর ভাল প্রোডাক্ট বানানোর চেষ্টা, কঠোর পরিশ্রম করে চলেছে। প্রত্যেক কোয়ার্টারে বিলিয়ন বিলিয়ন অর্থ উপার্জনের পরেও কোম্পানি কোনওভাবে ছাঁটাই প্রক্রিয়া বন্ধ করছে না। আমাদের চাকরি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা লড়ে যাব।'


২০২৩ সালেই প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করেছিল গুগল। এবারও লাল কালির ভাগ্য কর্মীদের। জানা গিয়েছে, গুগল তার বিজ্ঞাপনের মাধ্যমের কেনাকাটা করার ক্ষেত্রে ক্রমেই মেশিন লার্নিং (Machine Learning) প্রযুক্তির উপর ভরসা করতে শুরু করেছে। বছরের পর বছর ধরে টেক জায়ান্ট (Tech Gaint) এই গুগল সংস্থা তাদের বিজ্ঞাপন তৈরির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে চাইছে। এআই চালিত ডিজাইন করার দিকে ঝোঁক বাড়ছে গুগলের যা কিনা তাদের বার্ষিক আয়েও দৃষ্টান্ত রাখবে। গুগলের দাবি, এর মাধ্যমে তাদের আনুমানিক আয় দশ বিলিয়ন ডলার বাড়তে পারে। এই সব টুলগুলির দক্ষতা, ন্যূনতম কর্মী নিয়োগ এবং বেশি মুনাফার অঙ্কের ছকে হাঁটছে গুগল। হয়তো এই কারণেই বিভিন্ন বিভাগে গুগল রদবদল করে চলেছে।


আরও পড়ুন: Camera Phones: ফোন কেনার সময় ক্যামেরাতেই নজর প্রথমে? ভারতে ২৫ হাজারের কমে কোন কোন ক্যামেরা ফোন কিনতে পারবেন?