Google: করোনাকালের সময় থেকেই বেশ কয়েকবার কর্মী ছাঁটাই করেছে বিশ্বের বড় বড় টেক কোম্পানিগুলো। গুগল, মাইক্রোসফট এর মধ্যে তালিকায় প্রথমেই। ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের (Lay Off) পর ফের একবার ছাঁটাইয়ের প্রশ্ন উঠছে গুগল সংস্থাকে ঘিরে। সংবাদমাধ্যম সূত্রে খবর, উৎপাদন মূল্য কমানোর লক্ষে বেশ কিছু ইউনিট বন্ধ করে দিতে চলেছে গুগল, আবার বেশ কিছু ইউনিটের পরিকাঠামোতে আমূল বদল আনতে চলেছে। এরই মধ্যে জানা গেল গুগলের অ্যাড সেলস ইউনিটে (Google Ad Sales Unit) আমূল রদবদল হতে চলেছে। উঠে এসেছে কর্মীর বদলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রসঙ্গ। আর সেখানেই সন্দেহ দেখা দেয়, তাহলে কি ফের একবার কর্মী ছাঁটাই করবে গুগল?


কেন উঠল ছাঁটাইয়ের প্রশ্ন?


২০২৩ সালেই কয়েক মাস আগে প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করেছিল গুগল। তবে এবারও কি লাল কালির ভাগ্য রয়েছে কর্মীদের? জানা গিয়েছে, গুগল তার বিজ্ঞাপনের মাধ্যমের কেনাকাটা করার ক্ষেত্রে ক্রমেই মেশিন লার্নিং (Machine Learning) প্রযুক্তির উপর ভরসা করতে শুরু করেছে। বছরের পর বছর ধরে টেক জায়ান্ট (Tech Gaint) এই গুগল সংস্থা তাদের বিজ্ঞাপন তৈরির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে চাইছে। এআই চালিত ডিজাইন করার দিকে ঝোঁক বাড়ছে গুগলের যা কিনা তাদের বার্ষিক আয়েও দৃষ্টান্ত রাখবে। গুগলের দাবি, এর মাধ্যমে তাদের আনুমানিক আয় দশ বিলিয়ন ডলার বাড়তে পারে। এই সব টুলগুলির দক্ষতা, ন্যূনতম কর্মী নিয়োগ এবং বেশি মুনাফার অঙ্কের ছকে হাঁটছে গুগল। তবে কি কর্মী ছাঁটাইয়ের খবরই সত্য?


কোন ইউনিটে পরিবর্তন হবে?


তবে সূত্রের খবর, কিছু ক্ষেত্রে কর্মী ছাঁটাই হলেও বেশিরভাগ কর্মীকেই অ্যাড সেলস ইউনিট থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে কাস্টমার সেলস ইউনিটে। এই ইউনিটের কাজ হল বড় বড় বিজ্ঞাপনদাতার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন। সম্প্রতি গুগলের অ্যাড সেলসের বিভাগীয় মিটিয়েই উঠে এসেছে এই কর্মী ছাঁটাইয়ের প্রসঙ্গ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI Tools) সাহায্যে সংস্থার পুনর্গঠনের ভাবনা।


কেন জোর এআই প্রযুক্তিতে?


গত মে মাসে এআই নিয়ন্ত্রিত অ্যাড টুল পারফরম্যান্স ম্যাক্স খুবই প্রশংসিত হয়েছে। এই পি ম্যাক্স (P Max) বিজ্ঞাপনদাতাদের সঠিকভাবে পরামর্শ দেয় যাতে গুগলের বিভিন্ন বিজ্ঞাপন বিভাগের মধ্যে তাদের নির্দিষ্ট বিজ্ঞাপনের জন্য উপযুক্ত স্থান বেছে নিতে। ফলে বিজ্ঞাপনদাতাদের মধ্যেও ক্রমে ক্রমে এই এআই নির্ভর অ্যাড টুলের জনপ্রিয়তা বাড়ছে, আর তার জেরেই কি বদল আনতে চলেছে গুগল?


তবে এখনও পর্যন্ত গুগলের তরফে কর্মীদের শুধুমাত্র পুনর্গঠনের কথাই জানানো হয়েছে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী মাসের মধ্যেই জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।


আরও পড়ুন: Redmi Smartphone: নতুন বছরের শুরুতেই ভারতে আসছে রেডমি নোট ১৩ প্রো, কবে লঞ্চ? কত দাম হতে পারে?