Sundar Pichai: ১২,০০০ কর্মী ছাঁটাইয়ের পর ফের গুগলে চাকরি যেতে (Google Layoffs)চলেছে বহু কর্মীর ! সম্প্রতি ছাঁটাই নিয়ে প্রকাশ্যে চলে এসেছে  টেক জায়ান্ট গুগলের প্ল্যান। সেই রিপোর্ট সামনে এনেছে বিজনেস সাইট ব্লুমবার্গ।


Google Layoffs: আরও খারাপের সম্ভাবনা গুগলে ?
গুগলের বিশাল সংখ্যক কর্মীর চাকরি যাওয়ার পরই হাহাকার শুরু হয়েছে প্রযুক্তি বিশ্বে। যা নিয়ে মুখ খুলেছেন খোদ কোম্পানির সিইও সুন্দর পিচাই। তিনি জানিয়েছেন, কোম্পানি এই ছাঁটাই না করলে গুগলের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কারণ কোম্পানির বৃদ্ধি প্রতিদিনই কমছিল। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই এই নিয়ে একটি অভ্যন্তরীণ বৈঠক করেছেন। যেখানে আলোচনার পর কর্মী সংখ্যা ৬ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Google Layoffs: আরও খারাপ হতে পারে কোম্পানির পরিস্থিতি
এই বিষয়ে গুগলের সিইও জানান, কর্মীদের ছাঁটাই করার সিদ্ধান্ত দ্রুত না নেওয়া হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। এর সঙ্গে কোম্পানির পারফরম্যান্স বোনাস যুক্ত। সেই কারণে কোম্পানির সব সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সেই স্থানীয়দের বার্ষিক বোনাস যথেষ্ট হ্রাস করা হয়েছে।


Sundar Pichai: ১২,০০০ ছাঁটাই ঘোষণা করা হয়েছে আগেই
গত ২০ জানুয়ারি ১২,০০০ কর্মীকে ছাঁটাই করার ঘোষণা করেছিল কোম্পানি। বর্তমানে গুগল সর্বাধিক কর্মী ছাঁটাইয়ের কোম্পানিতে পরিণত হয়েছে। পিচাই জানিয়েছেন, কোম্পানির বৃদ্ধি ও কাজের উন্নতির জন্য এই কর্মী ছাঁটাইয়ের প্রয়োজন ছিল। কয়েক মাস ধরে এই বিষয়ে কথা চলছিল। এরপরই নেওয়া হয় সিদ্ধান্ত।


 Alphabet CEO:  কর্মীদের অপসারণে গুগল কী দেবে?
কোম্পানির এই বিপুল কর্মী ছাঁটাই নিয়ে ব্লগ পোস্ট করেছেন সুন্দর পিচাই (Sundar Pichai)। আমেরিকার গুগল কর্মীদের জন্য় আলাদা করে পাঠানো হয়েছে মেইল। যেখানে গুগলের সর্বেসর্বা জানিয়েছেন, মার্কিন গুগল কর্মীদের জন্য পুরো নোটিফিকেশন পিরিয়ডের মানে ন্যূনতম ৬০ দিনের বেতন দেওয়া হবে । এখানেই শেষ নয়,২০২২-এর বোনাসও পাবেন এঁরা। এ ছাড়াও যাঁরা বাইরে থেকে এসে মার্কিন মুলুকে চাকরি করছেন,তাঁদের অভিবাসন সম্পর্কিত যাবতীয় সুবিধা দেবে কোম্পানি।


Google Layoffs: কেবল কি আমেরিকায় এই ছাঁটাই ?
সম্প্রতি গুগলের প্রতিদ্বন্দ্বী কোম্পানি মাইক্রোসফট জানিয়ে দেয়,আপাতত ১০,০০০ কর্মী ছাঁটাই করবে কোম্পানি। বিশ্বের বড় টেক প্রযুক্তি সংস্থার এই ছাঁটাইয়ের খবরে 'গেল গেল রব' পড়ে যায় বিশ্বজুড়ে। এবার একই পথে হেঁটেছে অ্যালফাবেট। বিশ্বজুড়ে কোম্পানির বিভিন্ন শাখায় এই ছাঁটাইয়ের প্রক্রিয়া চলবে।


Google Layoffs: আমেরিকায় গুগলের ছাঁটাই কর্মীরা পাবেন ৬০ দিনের বেতন, ভারতে কী হবে ?