Google Map New Feature: দূষণমুক্ত পরিবেশে যেতে চাইলে পথ দেখাবে গুগল ম্যাপ। এবার থেকে বাতাসের গুণগত মান বলে দিতে পারবে এই অ্যাপ। শীঘ্রই গুগল ম্যাপে পাওয়া যাবে এই বিশেষ বৈশিষ্ট্য।


Google Map Update: কী বৈশিষ্ট্য দিচ্ছে গুগল ? 
এখন কোথাও পিকনিকে যাওয়ার পরিকল্পনা করলে জেনে নিতে পারবেন এয়ার কোয়ালিটি ইনডেক্স। গুগল ম্যাপে এই নতুন বৈশিষ্ট্যটি পাবেন শীঘ্রই। ফলে বিশুদ্ধ হাওয়ার জায়গায় বেছে নিতে পারবেন পিকনিক স্পট।এই বৈশিষ্ট্যটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ব্যবহারকারীর জন্যই পাওয়া যাবে। তবে আপাতত এই বৈশিষ্ট্যটি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেই পাওয়া যাবে।


Google Map New Feature: এয়ার কোয়ালিটি ইনডেক্সের পরিসীমা কত জানেন ?


গুগল সর্বপ্রথম ২০২১ সালে তাদের ম্যাপের অ্যাপে হাওয়ার মানের বৈশিষ্ট্য যুক্ত করার ঘোষণা করে। যদিও কিছু কারণে পিছিয়ে যায় তাদের কাজ। নতুন এই বৈশিষ্ট্য অনুযায়ী, ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট এলাকার হাওয়ার মানের সূচক দেখতে পারবেন। শূন্য থেকে 400+ পর্যন্ত এই সূচকের মাণদণ্ড হবে।


Google Map Update: এয়ার কোয়ালিটি ফিচার কীভাবে ব্যবহার করবেন ?


গুগল ম্যাপে বাতাসের মান নির্ধারণ করতে ক্যারোসেলের নিচে ডানদিকে রেন্টাল 'লেয়ার' বোতামে প্রেস করুন। প্রদর্শিত 'ম্যাপ ডিটেইলস' উইন্ডোতে এবার নিচের ডান পাশের সবুজ এয়ার ইনডেক্স আইকন সিলেক্ট করুন। আপনি বায়ু মানের স্তরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জুম আউট হয়ে যাবেন।


Google Map New Feature: সরকারি সংস্থা থেকে তথ্য নেবে গুগল


বায়ুর গুণগত মান জানতে Environmental Protection Agency (EPA) ও কম খরচে দূষণমুক্ত পরিবেশের তথ্য সরবরাহকারী পার্পল এয়ার থেকে এই তথ্য পাবে গুগল। সরকার সংস্থাগুলির থেকেই আসবে এই তথ্য। মার্কিন যুক্তরাষ্ট্রে দাবানল সম্পর্কে বিস্তারিত জানার জন্য গুগল ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টারের (এনআইএফসি) সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। কোম্পানি শীঘ্রই National Oceanic and Atmospheric Administration (NOAA থেকে সারা দেশে ধোঁয়ার তথ্য এর সঙ্গে যোগ করবে।


আরও পড়ুন : SBI Alert: নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, ব্যাঙ্ক থেকেই মেসেজ বুঝবেন কীভাবে ?