Google Meet: গুগল মিট (Google Meet)- টেক জায়ান্ট গুগলের (Tech Giant Google) এই অ্যাপের সঙ্গে বর্তমানে প্রায় সকলেই পরিচিত। যাঁরা গুগলের এই মিট অ্যাপ সম্পর্কে আগে কিছু জানতেন না, করোনাকাল এবং তার পরবর্তী পর্যায়ে সকলেই এই অ্যাপের সম্পর্কে জেনে গিয়েছেন। কারণ লকডাউনের সময় অফিস-মিটিংগুলোর অন্যতম মাধ্যম ছিল এই গুগল মিট। বর্তমানে করোনার প্রকোপ অনেকটাই কমলেও গুগল মিট এখন আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে গিয়েছে। এবার এই গুগল মিট অ্যাপেই যুক্ত হতে চলেছে নতুন একটি ফিচার। শোনা গিয়েছে, এই নতুন ফিচারের সাহায্যে গুগল মিট ব্যবহারকারীরা তাঁদের মিটিং ইউটিউবে লাইভস্ট্রিম (YouTube Livestream) করতে পারবেন।


গুগল মিটের মিটিং ইউটিউবে লাইভস্ট্রিম


গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, একজন অ্যাডমিন অর্থাৎ যিনি মিটিং হোস্ট করছেন তিনি মিটিং অ্যাক্টিভিটি প্যানেলে গিয়েছে ‘লাইভ স্ট্রিমিং’ অপশন চালু করলেই গুগল মিটে চলা মিটিং ইউটিউবে লাইভস্ট্রিম হবে। এক্ষেত্রে ইউজাররা পছন্দের মাধ্যমও বেছে নিতে পারবেন, সেই সুবিধাও থাকছে। গুগল সংস্থা জানিয়েছে, গুগল মিট মিটিংয়ের লাইভস্ট্রিম সেই পরিস্থিতিতেই প্রয়োজন যখন, মিটিংয়ে অংশগ্রহণকারীরা তাঁদের মিটিংয়ে উপস্থাপন হওয়া তথ্য বাইরের বেশি সংখ্যক মানুষের সঙ্গে শেয়ার করতে চান। এক্ষেত্রে বাইরের দর্শকরা ইউটিউবে এই গুগল মিট স্ট্রিমিংয়ের ভিডিও পজ, রিপ্লে করার এবং পরে দেখার সুবিধাও পাবেন।  


তবে ইউটিউবে গুগল মিট- এর লাইভ স্ট্রিম করার ক্ষেত্রে একটি চ্যানেল অ্যাপ্রুভালের বিষয় থাকবে। গুগল তার ইউজারদের সতর্ক করে জানিয়েছে যে, লাইভস্ট্রিম করার আগে চ্যানেলগুলিকে অ্যাপ্রুভাল নিতে হবে। গুগল মিটের হেল্প পেজে এই বিষয়ে ব্যাখ্যা করে বিশদে তথ্য দেওয়া হয়েছে। গুগল জানিয়েছে তাদের মিট অ্যাপে মিটিং চলাকালীন যখন হোস্ট ম্যানেজমেন্ট চালু থাকবে তখন শুধুমাত্র হোস্ট এবং সহ-হোস্টরা মিটিংয়ের লাইভ-স্ট্রিমিং শুরু করতে পারবেন। আর যদি সেই অপশনটি বন্ধ থাকে, তাহলে মিটিংয়ে উপস্থিত যে কেউ লাইভ স্ট্রিমিং শুরু করতে পারবেন।


আরও পড়ুন- অফিসের ল্যাপটপে ভুলেও করবেন না এই কাজ, না হলে পড়বেন বিপদে !