Laptop Alert: কোভিডকাল থেকেই শুরু হয়েছে এই সংস্কৃতি। ওয়ার্ক ফর্ম হোমের কারণে ডেস্কটপ ভুলে ল্যাপটপে অফিস হয়েছে চাকরিজীবীদের। কর্মীদের বাড়ি থেকে কাজের জন্য ল্যাপটপ দিতে শুরু করেছে কোম্পানি। যদিও অফিসের ল্যাপটপ 'নিজের মনে করে' অনেক সময় ভুল কাজ করে ফেলছে কর্মীরা। পরবর্তীকালে যার ফল ভুগতে হচ্ছে তাদের। জেনে নিন, অফিসের ল্যাপটপ ব্যবহার সময় কী কী বিষয় খেয়াল রাখবেন।


Office Alert: অন্য জায়গায় চাকরি খুঁজছেন ?


অনেক কর্মী অফিসের সময় তাদের অফিস ল্যাপটপে অন্য জায়গায় কাজের খোঁজ করেন। পরবর্তীকালে যার খেসারত দিতে হয় তাদের। একবার এই কাজ করলেই অফিসের আইটি টিমের হাতে ধরা পড়বে আপনার সন্ধানের জায়গা। এই পরিস্থিতিতে কোনও কারণে আপনার ল্যাপটপ অন্য ব্যক্তির হাতে চলে গেলে সহজেই বিষয়টি জানতে পারবে আইটি টিম। তাই অফিস সিস্টেম থেকে চাকরি খোঁজা বা আপনার সিভি অন্য কোথাও পাঠানোর মতো ভুল কাজ করবেন না।


Laptop Alert: ব্যক্তিগত তথ্য বা ফাইল সংরক্ষণ করবেন না


প্রায়ই দেখা গেছে অনেকেই কাজের সময় অফিসের ল্যাপটপে নিজের ব্যক্তিগত নথি বা ব্যক্তিগত ফাইল রেখে দেন। এই কাজ করা কখনোই উচিত নয়। কারণ, এর কারণে আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি থেকেই যায়। 


Office Alert: আলাদা চ্যাট গ্রুপ করবেন না


অনেক কোম্পানির নিজস্ব চ্যাট প্রোগ্রাম রয়েছে, যেখানে তারা অন্যান্য কর্মীদের সঙ্গে যুক্ত থাকে। সেই সঙ্গে অনেকেই অফিসের লোকজনের সঙ্গে খারাপ উদ্দেশ্যে গ্রুপ তৈরি করেন। এ ধরনের কাজকে অফিসে অনৈতিক বলে ধরা হয়। এই কাজ করলে আপনি অফিসের চোখে নিন্দুকের শ্রেণিতে পড়ে যাবেন। 


Laptop Alert: আপত্তিকর বিষয়বস্তুর খোঁজ করবেন না


অনেক সময় কর্মীরা শিফটের সময় বা ছুটির পরে অফিসের ল্যাপটপে গুগলে আপত্তিকর বিষয়বস্তুর খোঁজ করেন। কিছু কর্মী তো অফিসের ল্যাপটপে পর্ন পর্যন্ত দেখেন, যা একেবারেই করা উচিত নয়। আপনি এমন কোনও লিঙ্ক খুলবেন না, যা আপনাকে সমস্যায় ফেলতে পারে। মনে রাখবেন, অফিসের আইটি টিম আপনার কম্পিউটার বা ল্যাপটপে কী অনুসন্ধান করছেন সে সম্পর্কে সচেতন। তাই এমন কোনও ওয়েবসাইট সার্চ করবেন না, যা আপনাকে সমস্যায় ফেলতে পারে।



আরও পড়ুন: Virus Alert: 'গোপন কথাটি রবে না গোপনে', যদি ফোনে থাকে এই ২০টি অ্যাপ