Google Meet: গুগল মিটে (Google Meet) যুক্ত হয়েছে নতুন ফিচার। অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের জন্য গুগল মিটে যুক্ত হয়েছে ৩৬০ ডিগ্রি ব্যাকগ্রাউন্ড (360 Degree Background) ফিচার। নতুন এই ফিচারের সাহায্যে গুগল মিটে যুক্ত থাকাকালীন ইউজাররা একাধিক ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে পছন্দসই ব্যাকগ্রাউন্ড বেছে নেওয়ার সুযোগ পাবেন। স্মার্টফোনেও গুগল মিট কলে যুক্ত থাকাকালীন ইউজাররা এই সমস্ত ব্যাকগ্রাউন্ড এফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। ইউজারের ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টের পাশাপাশি গুগল ওয়ার্কস্পেস ইউজাররাও এই নতুন ফিচারের সুবিধা পাবেন। 


সম্প্রতি গুগল কর্তৃপক্ষ একটি ব্লগ পোস্টে জানিয়েছে, ইউজাররা তাদের স্মার্টফোনে গুগল মিটের মাধ্যমে ভিডিও কলে যুক্ত থাকলে ৩৬০ ডিগ্রি ব্যাকগ্রাউন্ড ফিচার ব্যবহারের সুযোগ পাবেন। অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের জন্য এই ফিচারের রোল আউট শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গুগল মিটের ভিডিও কলে থাকাকালীন ইউজাররা নিজেদের মাথা যেমন ভাবে ঘোরাবেন সেভাবেই স্থানান্তরিত হবে ব্যাকগ্রাউন্ড। গুগল মিটে উপলব্ধ থাকা একাধিক অপশন থেকে ব্যাকগ্রাউন্ড বেছে নিতে পারবেন ইউজাররা। এর ফলে একজন ইউজার অরিজিনাল ভাবে যে ব্যাকগ্রাউন্ডে উপস্থিত থাকবেন সেটা গুগল মিটের ভিডিও কলে যুক্ত থাকা বাকি সদস্যরা দেখতে পাবেন না। বরং ইউজার যে ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে সেট করবেন সেটাই দেখা যাবে। তবে অ্যাডমিনরা যেকোনও সময়ে এই মুভেবল বা চলমান ব্যাকগ্রাউন্ড অফ করতে পারবেন। 


Google Layoffs: চলতি বছরের শুরুতেই ধাক্কা দিয়েছিল গুগল (Google)। ২০২৩ সালের জানুয়ারি (2023 January) মাসেই গুগল কর্তৃপক্ষ ঘোষণা করেছিল গ্লোবাল স্তরে ১২ হাজার কর্মী ছাঁটাই (Layoffs) করা হবে। প্রথম ধাপের ছাঁটাই শুরু হয়েছিল আমেরিকায়। এই কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিলেন গুগলের সিইও সুন্দর পিচাই। এরপর ইন্ডিয়া-প্যাসিফিক ইউনিটের কর্মীরা termination letters পেতে শুরু করেছিলেন। একটি রিপোর্টে সম্প্রতি বলা হয়েছে, গুগল কর্তৃপক্ষ প্রায় ৪৫০ কর্মীকে ছাঁটাই করেছে ভারতীয় ডিভিশনে। প্রসঙ্গত উল্লেখ্য, গুগল ইন্ডিয়ার বেশিরভাগ অফিস রয়েছে গুরুগ্রাম, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে। গুগল থেকে ছাঁটাই হওয়ার পর কর্মীদের অনেকেই সোশাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে এই প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়েছেন। 


Twitter Layoffs: এখনও কর্মী ছাঁটাই (Layoffs) চলছে ট্যুইটারে (Twitter)। সম্প্রতি ভারতে ট্যুইটার সংস্থা তাদের দুটো অফিস বন্ধ করেছে। তারপরেও শোনা যাচ্ছে, কর্মী ছাঁটাই করছে ইলন মাস্কের সংস্থা। গত বছর অক্টোবর মাসে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। জনপ্রিয় মাইক্রোব্লগিং সংস্থার সিইও পদে আসীন হয়েছেন তিনি। তারপর থেকেই এই কোম্পানিতে শুরু হয়েছে ব্যাপকহারে কর্মী ছাঁটাই। শোনা গিয়েছে, বর্তমানে ট্যুইটার কর্তৃপক্ষ সেলস এবং অন্যান্য বিভাগ থেকে কর্মী ছাঁটাই করছে। খরচ নিয়ন্ত্রণের জন্যও একাধিক বিস্ময়কর পদক্ষেপ নেওয়া হয়েছে ট্যুইটার সংস্থায়। 


আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হবে ভিভো ভি২৭ সিরিজ? কোন কোন ফোন লঞ্চ হতে পারে?