নয়াদিল্লি: অনবরত আসছে একই অভিযোগ। এই নির্দিষ্ট ফোনগুলিতে সিগনাল পাচ্ছেন না ক্রেতারা।সম্প্রতি Reddit ও Google-এর প্লাটফর্মে নজরে এসেছে এই অভিযোগ। বেশিরভাগ ক্ষেত্রেই Pixel 6 ও Pixel 6 Pro ইউজাররা সিগনাল সমস্যার সম্মুখীন হচ্ছেন।


Google Pixel Signal Issue: গ্রাহকদের অভিযোগ অ্যান্ড্রয়েড ১২ (Android 12) ফোনে ইনস্টল করার পরই এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তবে শুধু Pixel 6 ও Pixel 6 Pro ইউজাররাই নন, এই সমস্যা গ্রাস করেছে গুগলের পুরোনো ফোনের গ্রাহকদের। তারাও নতুন অ্যান্ড্রয়েড (Android) ভার্সন ডাউনলোড করার পরই সিগনাল সমস্যায় ভুগছেন।


Google Pixel Signal Issue: কোন কোন দেশে সমস্যা ? 
সবার প্রথমে এই সমস্যার বিষয়টি নজরে আসে Android Police-এর। তারাই Reddit ও Google-এর প্লাটফর্মে গ্রাহকদের অভিযোগগুলি দেখতে পান। গুগল সাপোর্টের ফোরামেও দেখা গিয়েছে, সিগনাল নিয়ে এই একই অভিযোগ। আমেরিকা , কানাডা ছাড়াও বেশকিছু দেশের Google Pixel 6 ও Pixel Pro-এর গ্রাহকরা এই সমস্যার মুখে পড়েছেন।