Upcoming Smartphones in March: প্রতীক্ষার অবসান হতে পারে মার্চেই। বাজারে আসতে পারে Google Pixel 6a, OnePlus 10 Pro, Apple iPhone SE 3 ছাড়াও Oppo Find X series। টেক সাইটগুলির মতে , চলতি মাসেই বিশ্ব বাজারে লঞ্চ হতে পারে এই ফোনগুলি। আপনি যদি কোম্পানির সেরা ফোন দেখতে চান তাহলে নজর দিতে পারেন নিচের ফোনগুলির ওপর।


Google Pixel 6a
সাশ্রয়ী মূল্যের বাজারকে লক্ষ্য করে Pixel 6a নিয়ে আসতে চলেছে Google।  ভারতে তার Pixel A লাইনআপ রিফ্রেশ করতে পারে কোম্পানি। Pixel 6a হল Pixel 5s-এর উত্তরসূরি। যা আগে ভারতের জন্য ঘোষণা করা হয়নি। Google 2020 সালে ভারতে Pixel 4a এনেছিল। টিপস্টার যোগেশ ব্রারের মতে, Pixel 6a ভারতে প্রথম ত্রৈমাসিকের শেষে লঞ্চ করা হবে। যদিও টিপস্টার ম্যাক্স জাম্বর বলছেন, সম্ভবত মে মাসে ভারতে Pixel 6a লঞ্চ করবে Google। যদিও অনেকের ধারণা মার্চেই দেশের বাজারে দেখা যেতে পারে এই ফোন।


Apple iPhone SE 3
5G-সক্ষম iPhone SE 3 সম্পর্কে প্রত্যাশার পারদ চড়ছিল অনেকদিন ধরেই। চলতি মাসেই এই ফোন ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি সম্ভবত iPhone SE 2020-এর মতো একই ডিজাইন থাকবে। তবে এতে দেওয়া হচ্ছে নতুন চিপসেট। টেক বিশ্লেষক জন ডোনোভানের মতে, আসন্ন iPhone SE 3-এর দাম হতে পারে $300 । মার্কিন যুক্তরাষ্ট্রে Apple iPhone 12-এর বেস ভ্যারিয়েন্টের তুলনায় অনেক সস্তা এই ফোন। তবে iPhone SE 3-এর দাম ভারতে $300-এর বেশি হবে। মূলত, দেশে প্রযোজ্য কর ও Apple-এর মূল্য নির্ধারণের ওপর নির্ভর করবে এর দাম।


OnePlus 10 Pro 5G


জানুয়ারিতে চিনে আনা হয়েছে  OnePlus 10 Pro 5G । চলতি মাসেই ভারতের বাজারে আনা হবে এই ফোন। OnePlus 10 Pro-এ রয়েছে একটি 6.7-ইঞ্চি AMOLED ডিসপ্লে, Qualcomm Snapdragon 8 Gen 1 চিপসেট। এই মডেলটির পিছনে একটি ট্রিপল 48MP+50MP+8MP ক্যামেরা সেটআপ রয়েছে। 80W দ্রুত চার্জিংয়ে সক্ষম এই মডেল। এটি ইউরোপ ও উত্তর আমেরিকাতেও লঞ্চ করা হবে।


Oppo Find X5 lineup


সম্প্রতি বার্সেলোনায় MWC 2022-এ প্রদর্শিত হয়েছে Oppo-এর ফ্ল্যাগশিপ Find X5 সিরিজ। মার্চ মাসেই ভারতে লঞ্চ হতে পারে এই ফোন।  Oppo Find X5 Pro-তে থাকবে Qualcomm Snapdragon 8 Gen 1 চিপসেট। সেই ক্ষেত্রে Oppo Find X5-এ থাকবে Qualcomm Snapdragon 888 প্রসেসর। কিছু টেক সাইটের তথ্য অনযায়ী, ডিভাইসটি কিছু অঞ্চলে মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 চিপসেটের সাথেও আসতে পারে।