Google Pixel 7 Series: গুগল পিক্সেল ৭ সিরিজের (Google Pixel 7 Series) ফোন লঞ্চ হবে ভারতে। সম্প্রতি একথা ঘোষণা করেছে গুগল ইন্ডিয়া (Google India)। গুগল পিক্সেল ৭ সিরিজে দুটো ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। গুগল পিক্সলে ৭ (Google Pixel 7) এবং গুগল পিক্সেল ৭ প্রো (Google Pixel 7 Pro)- এই দুই ফোন লঞ্চ হবে। আগামী ৬ অক্টোবর গ্লোবাল মার্কেটে এই দুই ফোন লঞ্চ হবে। সম্ভবত একই দিনে ভারতেও এই দুই ফোন লঞ্চ হবে। যদিও এই প্রসঙ্গে গুগল ইন্ডিয়া কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি এখনও। গুগল পিক্সেল ৭ সিরিজের এই দুই ফোনের সঙ্গে লঞ্চ হতে পারে গুগল পিক্সেল ওয়াচ। এর আগে শোনা গিয়েছিল, ৬ অক্টোবর থেকে গুগল পিক্সেল ৭ সিরিজের এই দুই ফোনের প্রি-অর্ডার শুরু হতে পারে। আর ফোন বিক্রি শুরু হতে পারে ১৩ অক্টোবর থেকে। তবে গুগল কর্তৃপক্ষ এইসব তথ্যের কোনওটাই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি।


ফ্লিপকার্টের মাইক্রোসাইটে গুগল পিক্সেল ৭ সিরিজের বেসিক এবং প্রো মডেলের নাম দেখা গিয়েছে। অর্থাৎ ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে ভারতে লঞ্চের পর। গুগল ইন্ডিয়ার ট্যুইটারেও ঘোষণা করা হয়েছে যে গুগল পিক্সেল ৭ সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে। আগামী ৬ অক্টোবর গুগলের ইভেন্ট ‘Made by Google'- ডেবিউ হবে গুগল পিক্সেল ৭ সিরিজের। নিউ ইয়র্ক সিটিতে এই ইভেন্ট আয়োজিত হবে। গুগল পিক্সেল ৭ সিরিজের ফোনে গুগলের নিজস্ব Tensor G2 প্রসেসর বা চিপসেট থাকতে পারে। ৬ অক্টোবর গ্লোবাল মার্কেটের সঙ্গে সঙ্গে ভারতেও গুগল পিক্সেল ৭ সিরিজের দু'টি ফোন লঞ্চ হবে কিনা তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে। 


গুগল পিক্সেল ৭ সিরিজের ফোন কী কী থাকার সম্ভাবনা রয়েছে



  • গুগল পিক্সেল ৭ সিরিজের ফোনে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম আউট অফ দ্য বক্সের সাপোর্ট থাকতে পারে।

  • আগের তুলনায় এই সিরিজের প্রো মডেলে উজ্জ্বল ডিসপ্লে থাকতে পারে বলেও শোনা গিয়েছে। ডিসপ্লে সাইজও বড় হতে পারে আগের থেকে (গত বছর লঞ্চ হওয়া ফোনের তুলনায়)। পিক্সেল ৭ প্রো ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে।

  • ফোনের ডিজাইনের আগের থেকে খুব পরিবর্তন হবে না। গুগল পিক্সেল ৭ সিরিজে ১১ মেগাপিক্সেলের একটি Samsung 3J1 সেনসর থাকতে পারে। সম্ভবত এটি ফ্রন্ট ক্যামেরা সেনসর হবে। ইন-ডিসপ্লে সেনসর থাকার কথাও শোনা গিয়েছে।


আরও পড়ুন- এই সপ্তাহেই ভারতে আসছে ভিভো ওয়াই১৬ ফোন, ফাঁস হল দাম