Google Pixel Smartphone: ভারতে গুগল পিক্সেল ৭ সিরিজের (Google Pixel 7 Series) প্রি-বুকিং শুরু হতে চলেছে। আগামী ৬ অক্টোবর থেকে ভারতে গুগল পিক্সেল ৭ সিরিজের প্রি-বুকিং শুরু হবে। ওই একই দিনে গ্লোবাল মার্কেটে 'Made By Google' ইভেন্টের মাধ্যমে গুগল পিক্সেল ৭ এবং গুগল পিক্সেল ৭ প্রো- এই দুই ফোন প্রকাশ্যে আনবে গুগল কর্তৃপক্ষ। এই দুই ফোনের সম্ভাব্য ডিজাইন এবং কালার অপশন ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে গুগল। এর পাশাপাশি জানা গিয়েছে নেক্সট জেনারেশনের গুগল টেনসর জি২ প্রসেসর থাকতে চলেছে গুগল পিক্সেল ৭ সিরিজের ফোনে। গুগল পিক্সেল ৩ এবং পিক্সেল 3XL- এই দুই ফোনের পর গুগল পিক্সেল ৭ সিরিজের ফোনই ফ্ল্যাগশিপ মডেল হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে। ৬ অক্টোবর রাত ৯টা ৩০মিনিট থেকে এই সিরিজের ফোনের জন্য প্রি-বুকিং করা সম্ভব হবে।
কোথা থেকে প্রি-বুকিং করবেন
ট্যুইট করে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে গুগল পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো- এই দুই ফোনের প্রি-অর্ডার করা সম্ভব হবে জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে। তবে এই দুই ফোনের দাম এবং কবে থেকে বিক্রি শুরু হবে তা জানা যায়নি।
গুগল পিক্সেল ৭ সিরিজের ফোনের রঙ
এর আগে গুগল পিক্সেল ৭ সিরিজের দুটো ফোনের রঙ সম্পর্কে যে তথ্য প্রকাশ্যে এসেছে সেই রঙেই লঞ্চ হবে বলে জানা গিয়েছে। গুগল পিক্সেল ৭ লঞ্চ হতে পারে Lemongrass কালার শেডে। অন্যদিকে গুগল পিক্সেল ৭ প্রো ফোন লঞ্চ হতে পারে Obsidian, Snow এবং Hazel- এই দুই রঙে।
গুগল পিক্সেল ৭ সিরিজের সম্ভাব্য দাম
গুগল পিক্সেল ৬ লাইনআপ যে দামের রেঞ্জে লঞ্চ হয়েছিল সেই দামের রেঞ্জেই পিক্সেল ৭ সিরিজ লঞ্চের সম্ভাবনা রয়েছে। অ্যামাজন ইন্ডিয়া ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে ফাঁস হয়েছিল গুগল পিক্সেল ৭ সিরিজের সম্ভাব্য দাম। সেখানে বলা হয়েছিল স্ট্যান্ডার্ড পিক্সেল ৬ ফোনের দাম হতে পারে ৫৯৯ ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ হাজার টাকা। অন্যদিকে পিক্সেল ৭ প্রো মডেলের দাম হতে পারে ৮৯৯ ডলার বা প্রায় ৭০ হাজার টাকা।
ডিসপ্লে
গুগল পিক্সেল ৭ ফোনে থাকতে পারে একটি ৬.৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ। অন্যদিকে গুগল পিক্সেল ৭ প্রো ফোনে একটি ৬.৭ ইঞ্চির QHD+ OLED স্ক্রিন থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২৯ হার্টজ।
আরও পড়ুন- অ্যামাজনের সেলে সস্তায় কোন কোন ৫জি ফোন পাওয়া যাচ্ছে