Google Pixel 9 Series: ভারতে লঞ্চ হতে চলেছে গুগল পিক্সেল ৯ সিরিজ (Google Pixel 9 Series)। আগামী ১৪ অগস্ট এই স্মার্টফোন সিরিজ দেশে লঞ্চের কথা রয়েছে। গুগল পিক্সেল ৯ সিরিজে থাকতে চলেছে ফোল্ডেবল ফোন। এছাড়াও থাকতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই ফিচারের সাপোর্ট। গুগল পিক্সেল ৯ এবং গুগল পিক্সেল ৯ প্রো এই দুই ফোনের সঙ্গে গুগল পিক্সেল ৯ ফোল্ড মডেলও লঞ্চ হতে পারে গুগল পিক্সেল ৯ সিরিজের মধ্যে। এর পাশাপাশি লঞ্চ হতে পারে গুগল পিক্সেল ৯ প্রো এক্সএল মডেল। তবে এই ফোন ভারতে লঞ্চ হবে কিনা তা স্পষ্ট নয়। তবে গুগল পিক্সেল ৯ সিরিজের মধ্যে ভারতে লঞ্চ হবে গুগল পিক্সেল ৯, গুগল পিক্সেল ৯ প্রো এবং গুগল পিক্সেলের প্রথম ফোল্ডেবল ফোন গুগল পিক্সেল ৯ ফোল্ড মডেল। ভারতে লঞ্চের পর অনলাইনে ফ্লিপকার্ট থেকে এই ফোনগুলি কেনা যাবে বলে শোনা গিয়েছে। 


ভারতে গুগল পিক্সেল ৯ সিরিজের ফোনের দাম কত হতে পারে 


ভারতে গুগল পিক্সেল ৯ সিরিজের এই ফোনগুলির দাম কত হবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, গুগল পিক্সেল ৯ ফোনের দাম ৭৫ হাজার টাকার আশপাশে থাকতে পারে। অন্যদিকে গুগল পিক্সেল ৮ প্রো মডেল ভারতে লঞ্চ হয়েছিল ১,১০,০০০ টাকায়। অনুমান গুগল পিক্সেল ৯ প্রো ফোনের দাম তার থেকে বেশিই হবে। তবে গুগল কর্তৃপক্ষ নির্দিষ্ট ভাবে কিছু ঘোষণা করেনি। 


চলতি বছর মে মাসে ভারতে লঞ্চ হয়েছে গুগল পিক্সেল ৮এ ফোন 


এবছর ভারতে লঞ্চ হয়েছে গুগল পিক্সেল ৭এ ফোনের সাকসেসর মডেল গুগল পিক্সলে ৮এ ফোন। এই ফোনে রয়েছে গুগলের নিজস্ব টেনসর জি৩ চিপসেট। এছাড়াও রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত একাধিক ফিচার। ভারতে গুগল পিক্সেল ৮এ ফোন ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে। এই দুই মডেলে রয়েছে ৮ জিবি র‍্যাম। Aloe, Bay, Obsidian, Porcelain- এই চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে গুগল পিক্সেল ৮এ ফোন। 


গুগল পিক্সেল ৮এ ফোনের বিভিন্ন ফিচার 



  • ৬.১ ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে গুগল পিক্সেল ৮এ ফোনে। 

  • গুগল পিক্সেল ৮এ ফোনে রয়েছে ৪৪৯২ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। 

  • গুগল পিক্সেল ৮এ ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং একটি ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড রেয়ার ক্যামেরা সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 

  • গুগল পিক্সেল ৮এ ফোনে রয়েছে ৪৪৯২ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। 


আরও পড়ুন- পোকো প্যাড লঞ্চ হতে চলেছে ভারতে, এই ট্যাবে কী কী ফিচার থাকতে পারে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।