Google Pixel Pro Earbuds: গুগল (Google) সংস্থা তাদের নতুন পিক্সেল ফোন (Google Pixel 6A) ভারতে লঞ্চ করতে চলেছে। তার সঙ্গেই দেশে Google Pixel Buds Pro লঞ্চের কথা রয়েছে। এই ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারবাডস (TWS Earbuds) ভারতে লঞ্চ হবে আগামী ২৮ জুলাই। এর পাশাপাশি জানা গিয়েছে যে ২১ জুলাই থেকে ভারতে এই ইয়ারবাডসের জন্য প্রি-বুকিং শুরু হবে। গুগল পিক্সেল বাডস প্রো- তেও থাকবে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন বা এএনসি (ANC) ফিচার। এছাড়াও থাকবে একটি ট্রান্সপারেন্সি মোড। ভারতের পাশাপাশি আরও ১২টি দেশে লঞ্চ হবে গুগলের এই ইয়ারবাডস। ভারতে Google Pixel Buds Pro ইয়ারবাডসের দাম কত হবে তা এখনও ঘোষণা করেনি সংস্থা। তবে শোনা গিয়েছে যে, চারকোল, কোরাল, ফগ এবং লেমনগ্রাস--- এই চার রঙের শেডে লঞ্চ হবে Google Pixel Buds Pro ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারবাডস।
গুগল পিক্সেল বাডস প্রো ইয়ারবাডসের সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচারগুলো দেখে নিন
- অন্যান্য অনেক ইয়ারয়াবাডসের মতোই গুগল পিক্সেল বাডস প্রো ডিভাইসে থাকবে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার। এর সাহায্যে ইউজাররা এই ইয়ারবাডসের মাধ্যমে ফোনে কথা বলা বা গান শোনার সময় আশপাশের অপ্রয়োজনীয় শব্দ শুনতে পারবেন না। অর্থাৎ ইয়ারবাডসের মাধ্যমে অনেক স্পষ্ট শব্দ শোনা যাবে।
- গুগলের নতুন ইয়ারবাডসে থাকবে একটি ট্রান্সপারেন্সি মোড। এই ফিচারের সাহায্যে ইউজাররা স্পষ্ট ভাবে এবং স্বচ্ছ আওয়াজ শুনতে পারবেন। হিয়ারিং এক্সপিরিয়েন্স দুর্দান্ত হবে।
- গুগল পিক্সেল প্রো ইয়ারবাডসে থাকতে চলেছে টাচ সেনসর। অর্থাৎ ইউজার স্পর্শের মাধ্যমে Tap বা Swipe করে ইয়ারবাডের বিভিন্ন কাজ করতে পারবেন। এছাড়াও থাকছে গুগল অ্যাসিসট্যান্ট সাপোর্ট।
- এই ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস একটি IPX4 রেটিং প্রাপ্ত Splash Resistant ডিভাইস হতে চলেছে। অর্থাৎ জলে এই ইয়ারবাডস নষ্ট হওয়ার সম্ভাবনা নেই।
- গুগল পিক্সেল প্রো ইয়ারবাডসের চার্জিং কেসে ইউএসবি টাইপ- সি চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। ওয়্যারড এবং ওয়্যারলেস দু’ধরনের চার্জিং ফিচারই দেখা যাবে এখানে। এছাড়াও থাকবে মাল্টিপয়েন্ট কানেক্টিভিটি। ফলে একই সঙ্গে একাধিক ডিভাইসে এই ইয়ারবাডস সংযুক্ত করা সম্ভব।
- এই ইয়ারবাডসে থাকছে ফাস্ট চার্জিং ফিচার। মাত্র ৫ মিনিটের চার্জে এক ঘণ্টার জন্য ব্যাটারি লাইফ পাওয়া যাবে। এই ডিভাইস হারিয়ে গেলে Find My Device অ্যাপের সাহায্যে খুঁজেও পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড, আইওএস- এর পাশাপাশি ট্যাব এবং ল্যাপটপের সঙ্গেও যুক্ত করা যাবে এই ইয়ারবাডস।