কলকাতা: দীর্ঘ অপেক্ষার অবসান। উদ্বোধন হল শিয়ালদা মেট্রো স্টেশনের (Sealdah Metro)। হাওড়া ময়দান (Howrah Maidan) স্টেশন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন স্মৃতি ইরানি। সল্টলেক সেক্টর ৫ হয়ে ফুলবাগানের সঙ্গে যুক্ত হল শিয়ালদা। সল্টলেক (Saltlake) থেকে শিয়ালদা-৯ কিমি যাত্রাপথে বৃহস্পতিবার থেকে পরিষেবা। সামনের বছর হাওড়ার সঙ্গে শিয়ালদা যুক্ত করার লক্ষ্য মেট্রো কর্তৃপক্ষের।
সেজে উঠেছে শিয়ালদা মেট্রো স্টেশন: যাত্রীদের সুবিধার্থে একাধিক ব্যবস্থা থাকছে শিয়ালদা মেট্রো স্টেশনে। কী কী থাকছে শিয়ালদা মেট্রো স্টেশনে?
- ২১ মিনিটের যাত্রাপথে ন্যূনতম ভাড়া ১০ টাকা, সর্বোচ্চ ২০ টাকা।
- ভিড় সামলাতে শিয়ালদা স্টেশনে থাকছে ৯টি সিঁড়ি, ১৮টি এসক্যালেটর।
- শিয়ালদা স্টেশনে যাতায়াতের সুবিধার জন্যে থাকছে মোট ৫টি লিফট।
- যাত্রীদের সুবিধার জন্য শিয়ালদা স্টেশনে ২৭টি টিকিট কাউন্টার।
- কলকাতায় এই প্রথম কোনও মেট্রো স্টেশনে থাকছে ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম। শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মের দু’পাশেই থাকবে যাত্রীদের ওঠা-নামার সুবিধা।
এদিন শিয়ালদা মেট্রোর উদ্বোধন পর্বে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, “ফুলবাগানের ৩৫ হাজার যাত্রীকে শুভেচ্ছা। মেট্রোর পরিকাঠামো উন্নয়নে তৎপর কেন্দ্র। বাংলায় মানুষ প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেছেন। বাংলায় মহিলা ও শিশুদের কল্যাণে ৮০০০ কোটি টাকার বেশি দিয়েছে কেন্দ্র। বাংলার ৭২ লক্ষ মানুষ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে ফ্রিতে রেশন পেয়েছেন। ২০২১ সাল পর্যন্ত ৩৬৬৫ কিলোমিটার জাতীয় সড়ক বানিয়েছে কেন্দ্র। ২০২৩ সালে করিডর প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে।’’
মেট্রো রেল সূত্রে খবর, নতুন করে যাত্রাপথ বাড়ছে ২ কিলোমিটারে (২.৩৩কিমি) বেশি। সব মিলিয়ে, যাত্রাপথ হয়েছে ৯ কিলোমিটারের(৯.০৩কিমি) একটু বেশি। ইস্ট-ওয়েস্ট মেট্রো শুরু থেকেই খুব একটা লাভের মুখ দেখেনি। মেট্রো কর্তৃপক্ষের আশা, এবার আগের তুলনায় অনেকটাই বাড়বে যাত্রী সংখ্যা। মনে করা হচ্ছে, প্রতিদিন ৫০ হাজার যাত্রী হবে। সেই ভাবনায় মেট্রোর সার্ভিস সংখ্যা বাড়িয়ে ১০০ করা হয়েছে। এবার থেকে সকাল ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মিলবে পরিষেবা। অফিস টাইমে ১৫ মিনিট ও অন্য সময়ে ২০ মিনিট অন্তর চলবে মেট্রো।
আরও পড়ুন: Sealdah Metro: কী ভেবেছে মেট্রো রেল ? শিয়ালদহ মেট্রো উদ্বোধনে তোপ কুণাল-ফিরহাদদের