Google Pixel Watch: আর কিছুদিনের অপেক্ষা। টেক সাইটগুলোর মতে, আরও কাছে চলে আসছে গুগল স্মার্টওয়াচের লঞ্চের তারিখ। Alphabet-এর সিইও, সুন্দর পিচাই ইতিমধ্যেই Google Smartwatch-এর ইঙ্গিত দিয়েছেন।  জেনে নিন, কী থাকতে পারে গুগলের প্রথম স্মার্টওয়াচে।


Google Pixel Watch: ঘড়ির ডিজাইন ও স্পেকস
আমরা ইতিমধ্যেই পিক্সেল ঘড়ির ডিজাইন, এর বৃত্তাকার ডায়াল ও ওয়াচ স্ট্রিপগুলির একটি আভাস পেয়েছি। এখানে পিক্সেল স্মার্টওয়াচের ব্যাটারি ও এর কানেকটিভিটি ফিচার সম্পর্কে বিশদে জানতে পারবেন। কিছু টেক সাইটের মতে, স্মার্টওয়াচ হলেও সাধারণ ঘড়ির মতোই দেখতে হবে গুগলের এই ঘড়ি। যেখানে ঘাম থেকে ঘড়ি প্রতিরোধের জন্য থাকতে পারে বিশেষ ব্যবস্থা। এমনকী ঘড়ির ব্যান্ডের বিভিন্ন রং রাখতে পারে কোম্পানি। তবে এসবই নির্ভর করছে  ঘড়ির আয়তনের ওপর।


Google Pixel Watch: ঘড়ির ব্যাটারি ও ব্যাকআপ
পিক্সেল ওয়াচে সম্ভবত একটি 300mAh-এর ব্যাটারি থাকতে পারে। এটি একটি সেলুলার কানেকশন অপশনের সঙ্গে পাবেন ক্রেতা। টেক ব্লগারদের মতে, পিক্সেল স্মার্টওয়াচের আনুমানিক ব্যাটারির পাওয়ার 300mAh হতে পারে। মনে করা হচ্ছে, এই ব্যাটারি একদিন ঘড়িতে ব্যাটারি ব্যাকআপের জন্য যথেষ্ট। এর থেকে বেশি ব্যাকআপও দিতে পারে ব্যাটারি। 


Google Pixel Watch: কোন অপারেটিং সিস্টেম ঘড়িতে ?
মনে করা হচ্ছে, হাল আমলের চিনা স্মার্টওয়াচের থেকে অনেকটাই ফিচারের দিক থেকে এগিয়ে থাকতে পারে এই স্মার্টওয়াচ। পিক্সেল ওয়াচে গুগল কী ধরনের বৈশিষ্ট্য অফার করবে তার ওপর নির্ভর করবে এর দাম। শোনা যাচ্ছে, Wear OS সংস্করণ 3 এর মতো কোনও অপোরেটিং সিস্টেমের সঙ্গে আসতে পারে এই স্মার্টওয়াচ। গত সপ্তাহে এই স্মার্টওয়াচের ট্রেডমার্কের অনুমোদন পেয়েছে গুগল। যেখানে পিক্সেল ওয়াচ নামের জন্য আনুষ্ঠানিকভাবে ঘড়ি ছাড়পত্র পেয়েছে বলে মনে করা হচ্ছে। তবে বাজারে এলে এর কত দাম হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে।


আরও পড়ুন : Smartphone Cooling Tips: অত্যধিক গরমে বিস্ফোরণ হতে পারে ফোনে ? গ্রীষ্মে এইভাবে ঠান্ডা রাখুন স্মার্টফোন