Gadgets Cooling Tips: গ্রীষ্মের দাবদাহ থেকে রেহাই পাচ্ছে না আপনার গ্যাজেটগুলিও। প্রখর রোদে ব্যাটারি ফেটে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে স্মার্টফোন, ল্যাপটপ ছাড়াও অনেক গ্যাজেটের। সেই ক্ষেত্রে এই গ্যাজেটগুলিকে নিরাপদ রাখতে মেনে চলুন এই ৫টি টিপস।
Smartphone Cooling Tips: সরাসরি সূর্যালোক ক্ষতি করে গ্যাজেটের
আপনার গ্যাজেটগুলিকে সরাসরি সূর্যালোক থেকে দূরে রাখা উচিত। কারণ দীর্ঘ সময় ধরে সূর্ষের সরাসরি কিরণে অতিরিক্ত গরম হতে পারে গ্যাজেটগুলি। এমনকী এর ইন্টারনাল স্পেকসেরও ক্ষতি হতে পারে।
Smartphone Cooling Tips: পকেটের বাইরে রাখুন স্মার্টফোন
আপনার স্মার্টফোন সবসময় আপনার পকেটে রাখবেন না। আপনি বেশিরভাগ সময় গরম বা আর্দ্র জায়গায় থাকলে স্মার্টফোনকে ফাঁকা জায়গায় রাখুন। সেই ক্ষেত্রে অফিসে বা বাড়িতে আপনার ডেস্কে রাখুন ফোন, অথবা হাতেও রাখতে পারেন।
Gadgets Cooling Tips: বাইরে বা খোলা জায়গায় চার্জ করবেন না
আপনার গ্যাজেটগুলিকে বাইরে চার্জ করা এড়িয়ে চলুন। যেকোনও গ্যাজেট চার্জ করলে এমনিতেই তার তাপমাত্রা কিছুটা বেড়ে যায়। যদি এটি বাইরে খোলা জায়গায় চার্জ করা হয়, তাহলে তাপমাত্রা আরও বাড়তে পারে। সেই ক্ষেত্রে ডিভাইসটি অতিরিক্ত গরম হয়ে উঠবে।
Smartphone Cooling Tips: গাড়ির ভিতরে স্মার্টফোন রেখে দেবেন না
আপনার গাড়ির ভিতরে দীর্ঘক্ষণ ফোন রেখে দেবেন না। গ্রীষ্মে আপনার গাড়ি সহজেই গরম হয়ে ওঠে। বিশেষ করে বাড়ির বাইরে গাড়ি পার্ক করা থাকলে গাড়ি আরও গরম হয়। সেই ক্ষেত্রে গ্যাজেট ভিতরে রেখে দিলে অতিরিক্ত গরম হতে পারে। তাই ভুল করেও গাড়িতে গ্যাজেট বা স্মার্টফোন রেখে দেবেন না।
Gadgets Cooling Tips: বালিশ বা কুশনের নিচে চার্জ দেবেন না
আপনার গ্যাজেটগুলিকে বালিশ, কুশন, কম্বল ইত্যাদির নিচে রেখে চার্জ করবেন না। এইভাবে চার্জ করলে ডিভাইসে তাপ আটকে থাকবে। ফলে গ্যাজেট বা স্মার্টফোন অতিরিক্ত গরম হবে। যার থেকে বিপদও ঘটতে পারে।
আরও পড়ুন : Electricity Bill: গরমে এসি চালালেও কম আসবে বিদ্যুতের বিল, রইল পাঁচ পরামর্শ