সিডনি: ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) আর মাস দুয়েকও বাকি নেই। তার আগে বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। কব্জির চোটে আপাতত মাঠের বাইরে থাকলেও, প্যাট কামিন্সকে (Pat Cummins) অধিনায়ক রেখেই দল ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড সূত্রে খবর, বিশ্বকাপের আগে ফিট হয়ে যাবেন কামিন্স।
ওয়ান ডে বিশ্বকাপের দলে ১৫ ক্রিকেটারকে রাখা যাবে। অস্ট্রেলিয়া আপাতত ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। পরে যে দল থেকে চূড়ান্ত ১৫ ঘোষণা করা হবে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ এবং ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের দলও ঘোষণা করা হয়েছে সোমবার।
তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি মিচেল স্টার্ক, জস হ্যাজলউড, প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন ও ডেভিড ওয়ার্নারকে। কাফ মাসলে চোট পাওয়া অ্যাশটন আগরকেও সেরে ওঠার জন্য বাড়তি সময় দেওয়া হয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলে রাখা হয়েছে সকলকে।
২০২২ সালের পাকিস্তান সফরের পর জাতীয় দলে ফিরলেন জেসন বেহরেনডর্ফ। পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ান ডে সিরিজের দলে রাখা হয়নি গ্লেন ম্যাক্সওয়েলকে। তবে ভারত সফরে আসবেন তিনি। বাঁহাতের কব্জি ভেঙে গিয়েছে কামিন্সের। তিনি সেরে ওঠার অপেক্ষায়। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, 'ওভালে অ্যাশেজ় টেস্টের প্রথম দিন ফিল্ডিং করার সময় প্যাট বাঁহাতের কব্জিতে চোট পেয়েছিল। ওর সেরে উঠতে ৬ সপ্তাহ লাগবে বলেই মনে করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ান ডে সিরিজের দলে ও যোগ দেবে। তবে বিশ্বকাপের আগে আমরা ওর বিশ্রামে জোর দিচ্ছি। বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য আরও ম্যাচ পাবে কামিন্স, যা ওর জন্য যথেষ্ট।'
অস্ট্রেলিয়ার বিশ্বকাপের প্রাথমিক দল: প্যাট কামিন্স (অধিনায়ক), সন অ্যাবট, অ্যাশটন আগর, অ্যালে৭ক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তনবীর সাংহা, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
আরও পড়ুন: Rahul Dravid: ক্রিকেটের কিংবদন্তি, সময় পেলেই বসে যান জয়-বীরু-গব্বরের শোলে দেখতে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন