Electronics Device Security: স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ - আজকাল প্রায় সকলেরই প্রতিদিনের কাজে ব্যবহৃত হয়। আর দিন দিন যেভাবে অনলাইনে প্রতারণা বাড়ছে, তার ফলে নিজের ইলেকট্রনিক্স ডিভাইসগুলি সুরক্ষিত রাখা ভীষণভাবে জরুরি। কীভাবে নিজের ফোন কিংবা ল্যাপটপ বা ডেস্কটপ হ্যাকার, প্রতারকদের হাত থেকে সুরক্ষিত রাখবেন, তার জন্য সহজ কয়েকটি উপায় জানিয়েছেন, গুগলের সিকিউরিটি রিপ্রেজেন্টিটিভ। সংবাদসংস্থা এএনআই প্রকাশিত একটি ভিডিওতে জানা গিয়েছে ইলেকট্রনিক্স ডিভাইসগুলি সুরক্ষিত রাখার ওই টিপসগুলি।
কী কী উপায় জানিয়েছেন গুগলের সিকিউরিটি রিপ্রেজেন্টিটিভ, দেখে নিন
- ভাল একটা পাসওয়ার্ড সেট করতে হবে ফোন এবং ফোনে থাকা অ্যাপ সুরক্ষিত রাখার জন্য। ইংরেজিতে 'PASSWORD' এই শব্দ কখনই নিজের পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে না। আজকাল সকলের হাতেই ফোন রয়েছে। আর সেখানে রয়েছে অসংখ্য অ্যাপ। অনলাইন প্রতারণার ফাঁদ এড়াতে চাইলে আপনার ডিভাইস এবং অ্যাপগুলি সুরক্ষিত রাখা জরুরি। এর প্রথম ধাপ, ভাল একটা পাসওয়ার্ড সেট করা। ইংরেজি অক্ষর, ক্যারেক্টার এবং চিহ্ন বা সিম্বল- এই সবকিছু মিলিয়ে একটা পাসওয়ার্ড সেট করা জরুরি, যাতে সহজে তা হ্যাকাররা ট্র্যাক বা হ্যাক করতে না পারে।
- ডিভাইসের সফটওয়্যার আপডেট করে রাখা সবসময় জরুরি। ফোন হোক বা ল্যাপটপ কিংবা ডেস্কটপ- সবের ক্ষেত্রেই সার্ভিস প্রোভাইডার, মানে যে সংস্থার ডিভাইস আপনি ব্যবহার করছেন, তাদের তরফে সফটওয়্যারের আপডেট পাঠানো হয়। অতি অবশ্যই সঠিক সময়ে সফটওয়্যার আপডেট করে নেওয়া জরুরি। অনেকেই সফটওয়্যার আপডেট করা নেই গড়িমসি করেন, অবহেলা করেন, ভাবেন পরে করে নেবেন। এই বিষয়টা করা উচিত নয়। যখন আপনার ডিভাইস জানান দেবে যে সফটওয়্যার আপডেটের প্রয়োজন, তখনই আপডেট করে নিন। কারণ এইসব সফটওয়্যার আপডেটের সঙ্গে আপনার ডিভাইসের সিকিউরিটি ফিচারগুলিও আপডেট হয়।
- অনলাইনে আপনি কী দেখছেন সেই ব্যাপারে সতর্ক হওয়া জরুরি। অনেকসময় দেখা যায়, হয়তো আমাদের চেনা পরিচিত লোকজন কিংবা বন্ধুবান্ধবের থেকে আমাদের কাছে এমন কিছু লিঙ্ক বা ভিডিও দেখার জন্য এসেছে যা যথেষ্ট সন্দেহজনক। এই জাতীয় জিনিসপত্র আপনার কাছে এলে, একবার বন্ধুবান্ধবের থেকে নিশ্চিত হয়ে নিন, যে তাঁরাই আপনাকে এইসব লিঙ্ক, ভিডিও পাঠিয়েছে কিনা। অনলাইনে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার কাছে সন্দেহজনক এবং বিপজ্জনক লিঙ্ক আসতে পারে। তাই সতর্ক থাকা জরুরি।