সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : ডানকুনিতে চিকিৎসককে নিগ্রহের অভিযোগ উঠল। অভিযোগ, ডানকুনির এক অন্তঃসত্ত্বার প্রসবের সময় উপস্থিত না থাকায় ওই চিকিৎসকের বাড়িতে চড়াও হয় পরিজনরা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি।
ডানকুনির স্ত্রীরোগ বিশেষজ্ঞ মৃগাঙ্ক সাহার কাছে চিকিৎসা করাতেন মৃগালা মল্লিক পাড়ার সহারা বানু। গত সোমবার তাঁর প্রসব যন্ত্রণা ওঠায় চণ্ডীতলার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেদিন মৃগাঙ্ক সাহা ডানকুনিতে ছিলেন না। তাই তিনি ওই অন্তঃসত্ত্বাকে দেখতে যেতে পারেননি। তাঁর বদলে চিকিৎসক অজয় পাল তাঁকে দেখেন এবং সিজার করেন। পর দিন সকালে ফিরে ডাঃ মৃগাঙ্ক সাহা প্রসূতিকে দেখেও আসেন। প্রসূতি ও তাঁর সন্তান সুস্থ রয়েছে।
এর পর গতকাল মৃগাঙ্ক সাহা যখন তাঁর চেম্বারে রোগী দেখছিলেন, সেই সময় এক দল লোক গিয়ে তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ। নিগ্রহ করা হয় চিকিৎসককে। ধ্বস্তাধস্তিতে তাঁর গলার চেন ছিঁড়ে যায়। বাড়ির ফুলের টব ভেঙে ফেলা হয়। হামলাকারীরা প্রশ্ন তোলে, চিকিৎসক কেন ছিলেন না ? তাঁকে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে।
ডাঃ সাহার অভিযোগ, বিনা কারণে তাঁকে নিগ্রহ করা হয়েছে। তাঁর দিক থেকে চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি। মা ও সন্তান সুস্থ রয়েছে। তিনি সোমবার ডানকুনিতে ছিলেন না। সেদিন ভর্তি করায় তিনি থাকতে পারেননি। ফোনে বলেছিলেন, রাতে সম্ভব হলে ফিরে গিয়ে দেখবেন। কিন্তু তাও সম্ভব হয়নি। এর জন্য তাঁকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ।
এদিকে ঘটনার খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চিকিৎসকের বাড়িতে চড়াও হয়ে নিগ্রহের ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে। এই ঘটনায় পুলিশে অভিযোগ করবেন বলে জানিয়েছেন চিকিৎসক।
প্রসূতির আত্মীয় মফিজুল মল্লিক বলেন, ডাক্তাদের সঙ্গে কথা বলে সকাল দশটায় ভর্তি করা হয়েছিল। ডাক্তার আসছি আসছি করে শেষ পর্যন্ত আসেননি। এদিকে ওঁর অবস্থা খারাপ হয়ে যায়। রাত একটায় সিজার হয়। ডাক্তারবাবু শ্বশুরবাড়ি গিয়েছিলেন। তাঁর রোগী। তাই তাঁর কাছেই সিজার করাতে চেয়েছিলাম । কিন্তু ডাক্তার আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। চিকিৎসকের উপর কোনও হামলা হয়নি।