Google Meet: গুগল মিট বর্তমানে বিশ্বের প্রায় সব দেশেই দারুণ ভাবে জনপ্রিয়। সম্প্রতি গুগল (Google) কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা তাদের ‘মিট’ (Google Meet) অ্যাপ্লিকেশন এবার একাধিক মাধ্যমে চালাবে। সেই তালিকায় রয়েছে ‘জুম’-ও (Zoom)। অর্থাৎ এবার জুম মাধ্যমেও গুগল মিট চালানো হবে। চলতি বছরের শেষের দিকে এই নতুন ফিচার চালু হবে বলে শোনা গিয়েছে। জুম রুম এবং গুগল মিট- দুই ডিভাইসের সাহায্যেই গুগল মিটের মিটিংগুলোয় যুক্ত হতে পারবেন ইউজাররা। গুগলের তরফে একটি ব্লগপোস্টে জানানো হয়েছে জুম রুমের ক্যালেন্ডার অথবা গুগল মিট ডিভাইস কিংবা মিটিং কোড লিখে গুগল মিটে যুক্ত হতে পারবেন ইউজাররা।


Chrome OS অর্থাৎ ক্রোম অপারেটিং সিস্টেম ভিত্তিক যে সমস্ত গুগল মিট সাপোর্ট করা ডিভাইস রয়েছে সেখানে Zoom interop উপলব্ধ হবে। এর পাশাপাশি অন্যান্য সাপোর্ট ফিচারও যুক্ত হবে পরে। সমস্ত প্ল্যাটফর্মে জুম রুম- এর ক্ষেত্রে Google Meet interop এনাবেল বা চালু করে দেওয়া হবে। রেজিস্টার হওয়া ডিভাইসের ক্ষেত্রে Interop পরিচালনা করা হবে। বিশ্বাসযোগ্য ডিভাইস থেকে ইউজাররা ক্রস-প্ল্যাটফর্ম কলে যুক্ত হতে পারবেন কোনও বাধা বিপত্তি ছাড়াই। এই গোটা বিষয়টি অ্যাডমিনিস্ট্রেটরদের নজরে থাকবে।


কোভিডের সময়কালে এবং তার পরেও বিভিন্ন কর্মক্ষেত্রে কিংবা পড়াশোনার ক্ষেত্রে ওতোপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে গুগল মিট। অফিসের মিটিং হোক বা অনলাইন ক্লাস- গুগল মিট অনেকের কাছেই অন্যতম ভরসা। তবে হয়তো সবসময় সকলকে একসঙ্গে গুগল মিট মাধ্যমে যুক্ত করা যায় না। তাই ইউজারদের জন্য সুবিধাজনক ব্যবস্থা করার উদ্যোগেই একাধিক মাধ্যমে বিশেষ করে জুম- এর মধ্যেও গুগল মিটের মিটিং চালানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।


প্রাথমিক পর্যায়ে গুগল কর্তৃপক্ষ তাদের এই ‘মিট’ পরিষেবা দেবে অ্যান্ড্রয়েড ভিত্তিক অ্যাপ্লায়েন্সে। এক্ষেত্রে Poly এবং Logitech- এর ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। যেসব ইউজারদের কাছে ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ভিত্তিক Poly বা Logitech ডিভাইস রয়েছে তাঁরা এই সুবিধা পাবেন।  


গুগল মিট- টেক জায়ান্ট গুগলের এই অ্যাপের সঙ্গে বর্তমানে প্রায় সকলেই পরিচিত। যাঁরা গুগলের এই মিট অ্যাপ সম্পর্কে আগে কিছু জানতেন না, করোনাকাল এবং তার পরবর্তী পর্যায়ে সকলেই এই অ্যাপের সম্পর্কে জেনে গিয়েছেন। কারণ লকডাউনের সময় অফিস-মিটিংগুলোর অন্যতম মাধ্যম ছিল এই গুগল মিট। বর্তমানে করোনার প্রকোপ অনেকটাই কমলেও গুগল মিট এখন আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে গিয়েছে। এই গুগল মিট অ্যাপেই যুক্ত হয়েছে নতুন একটি ফিচার। এই নতুন ফিচারের সাহায্যে গুগল মিট ব্যবহারকারীরা তাঁদের মিটিং ইউটিউবে লাইভস্ট্রিম করতে পারবেন।


আরও পড়ুন- আরও পরিণত হচ্ছে ট্যুইটার, নতুন করে পছন্দের ভার্সান বেছে নেওয়ার সুযোগ পাবেন ইউজাররা