Twitter: সম্প্রতি ট্যুইটারের (Twitter) দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক (Elon Mask)। ইতিমধ্যেই তিনি ট্যুইটারে একগুচ্ছ পরিবর্তন এনেছেন। তবে সম্প্রতি তিনি ঘোষণা করেছেন যে, ট্যুইটারিয়ানরা খুব তাড়াতাড়ি ট্যুইটারের এমন ভার্সান পেতে চলেছেন যা তাঁদের আগের থেকেও বেশি পছন্দ হবে। ইলন মাস্কের কথায় বোঝা গিয়েছে যে ট্যুইটারের যে ভার্সান ইউজারদের পছন্দ সেটাই তাঁরা বেছে নেওয়ার সুযোগ পাবেন। আর সেটাই ব্যবহারকারীদের জন্যও ভাল হবে বলে মনে করেন তিনি।


ইলন মাস্ক আরও জানিয়েছেন যে ট্যুইটের রেটিং স্বনির্বাচিত হওয়া সম্ভব। তারপর ইউজারদের ফিডব্যাকের উপর নির্ভর করে তা মডিফাই করা অর্থাৎ সংশোধন করা সম্ভব। এর পাশাপাশি মজা করে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এও বলেছেন যে, ‘রসিকতা করা এখন ট্যুইটারে বৈধ’। ইলন মাস্কের লক্ষ্য হল ট্যুইটারকে এমন একটি মাধ্যম হিসেবে তৈরি করা যেখানে ইউজারদের বাক-স্বাধীনতা থাকবে। তিনি এও বলেছেন যে, ট্যুইটারে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিরিয়ে আনার ব্যাপারেও বিবেচনা করবেন।


ট্যুইটার হাতে নিয়েই কোম্পানির বড় কর্তাদের ছাঁটাই করেছেন ইলন মাস্ক। সরিয়ে দেওয়া হয়েছে ট্যুইটারের সিইও পরাগ আগরওয়ালকেও। এই পদ তিনি নিজেই অধিগ্রহণ করেছেন। কোম্পানির তিন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ইলন মাস্ক। তাঁর মধ্যে রয়েছেন দুই ভারতীয় বংশোদ্ভূত। চাকরি থেকে বরখাস্ত তিন কর্মকর্তাকে কোটি কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে মাস্ককে। এখন ট্যুইটারের অন্তর্বর্তীকালীন সিইও হয়েছেন ইলন মাস্ক। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরাগ আগরওয়াল সহ তিনজন শীর্ষ ট্যুইটারের এক্সিকিউটিভকে প্রায় ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবেন ইলন মাস্ক।


ট্যুইটারে ডাউন ভোট ফিচার


ট্যুইটারে ডাউনভোট বোতামটি ইউটিউবের ডিসলাইক বোতামের মতো নয়। এই বৈশিষ্ট্যটি সরাসরি পোস্টের জন্য নয়,কেবল পোস্টের উত্তর দেওয়ার জন্য রাখা হয়েছে। ট্যুইটারে অপমানজনক ভাষা ও অপ্রাসঙ্গিক মন্তব্যের সঙ্গে মোকাবিলা করার জন্য এই বৈশিষ্ট্যটি ব্যবহার করা হবে। তবে ডাউনভোট ফিচার পাবলিক করা হবে না।  এমনকি ডাউনভোট গণনা করারও কোনও উপায় নেই।


কে কত ক্ষতিপূরণ পাবেন ?


ছাঁটাইয়ের পর পরাগ আগরওয়াল ৫০ মিলিয়ন ডলার (প্রায় ৪১২ কোটি টাকা), টুইটারের সিএফও নেড সেগাল ৩৭ মিলিয়ন ডলার (প্রায় ৩০৪ কোটি টাকা) ও বিজয়া গাড্ডে, যিনি কোম্পানির আইনি পলিসির নীতি নির্ধারক ছিলেন, ১৭১ মিলিয়ন ডলার বা প্রায় ১৪০ কোটি টাকা দেওয়া হবে।


আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১০ ৪জি, দাম কত হতে পারে? দেখে নিন সম্ভাব্য ফিচার