Google AR Glass: সার্চ ইঞ্জিন, স্মার্ট ফোনের পর এবার স্মার্ট চশমা নিয়ে কাজ করছে গুগল(Google)। শীঘ্রই প্রকাশ্যে আসতে পারে কোম্পানির সেই চশমা। 'অগমেন্টেড রিয়েলিটি' প্রযুক্তিতে কাজ করবে Google Smart Glass। জেনে নিন, সাধারণ চশমার থেকে কোথায় আলাদা এই গ্লাস।


Google AR Glass: ২০১৩-তে প্রথম কাজ শুরু


টেক সাইটগুলির রিপোর্ট বলছে, গুগলের এআর (Google AR) টেকনিকের ওপর ভিত্তি করে আগেই স্মার্ট চশমা তৈরি শুরু করেছিল বিশ্বের এই টেক জায়ান্ট। যদিও গুগলের আগের স্মার্ট চশমা থেকে সম্পূর্ণ আলাদা এই নতুন প্রজেক্ট। এতে অনেক বিশেষ ফিচার দিয়েছে কোম্পানি। ২০১৩ সালে প্রথম গুগল গ্লাস (Google Glass) লঞ্চ করেছিল কোম্পানি। চশমার মাধ্যমে গ্রাহকদের চোখের সামনে স্মার্টফোনের ইন্টারফেস দেওয়াই ছিল তখন কোম্পানির উদ্দেশ্য। সেই সময় সংবাদের শিরোনামে ছিল এই প্রোডাক্ট। যদিও পরবর্তীকালে কিছু সমালোচনার কারণে কোম্পানি এই গ্লাস বন্ধ করে দেয়। তবে শোনা যাচ্ছে, চলতি বছরেই নতুন এই পণ্যটি বাজারে আনতে পারে Google ।


Google AR Glass : কী বিশেষ ফিচার থাকছে গুগল গ্লাসে ?
নতুন Google AR Glass হবে বিশেষ টেকনোলজির। রিপোর্ট বলছে, এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারী কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে বাস্তব জগতের বস্তু ও মানুষের মধ্যে সমন্বয় সাধন করতে পারবেন। এর মাধ্যমে দুজনেই কথা বলতে পারবেন। তবে নতুন প্রোডাক্ট আনার ক্ষেত্রে Google স্টপগ্যাপ হেডসেটের জন্য যাবে কিনা তা এখনও স্পষ্ট নয়। টেক ব্লগারদের মতে, এই প্রযুক্তি AR থেকে VR এর উপর বেশি নির্ভর করে।


Google AR Glass: তবে গুগল (Google) একা নয়। স্মার্ট গ্লাস তৈরির দৌড়ে ইতিমধ্যেই নাম লিখিয়েছে বিশ্বের তাবড় প্রযুক্তি কোম্পানিগুলি। গুগল (Google) ছাড়াও অ্যাপল (Apple) আগামী বছর থেকে স্মার্ট গ্লাস তৈরির দৌড়ে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই ব্রিগেডে নাম লিখিয়েছে চিনা মোবাইল কোম্পানিগুলিও।