Jobs And Recruitments: অ্যাপ্রেন্টিস (Apprentice) অর্থাৎ শিক্ষানবিশ পদে নিয়োগ করতে চলেছে ওয়েস্টার্ন কোল্ডফিল্ডস লিমিটেড (Western Coalfields Limited)। ইতিমধ্যেই অ্যাপ্লিকেশন প্রকাশ করেছে কর্তৃপক্ষ। যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। ওয়েস্টার্ন কোল্ডফিল্ডস লিমিটেডের westerncoal.in - এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন আগ্রহীরা। পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হবে রেজিস্ট্রেশন পদ্ধতি। আর তা চালু থাকবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। জানা গিয়েছে, ওয়েস্টার্ন কোল্ডফিল্ডস লিমিটেড ১১৯১টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করতে চলেছে। 


কোথায় কত শূন্যপদ


ট্রেড অ্যাপ্রেন্টিস- ৮১৫টি শূন্যপদ
সিকিউরিটি গার্ড- ৬০টি শূন্যপদ
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস- ১০১টি শূন্যপদ
টেকনিশিয়াল অ্যাপ্রেন্টিস- ২১৫টি শূন্যপদ 


প্রার্থীদের যোগ্যতা এবং আবেদনের বয়স সীমা 


যাঁরা এই পদের জন্য আবেদন করতে চাইছেন তাঁদের apprenticeship training portal- এ রেজিস্টার হতে হবে। ১৮ থেকে ২৫ বছর বয়সীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। অফিশিয়াল ওয়েবসাইট শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, সেই প্রসঙ্গে বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে। 


যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে


অ্যাপ্লিকেশনের স্ক্রুটিনি, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল এক্সামিনেশন- এই সবকিছুর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেবে ওয়েস্টার্ন কোল্ডফিল্ডস লিমিটেড। 


ভারতীয় রেলওয়েতে চাকরির সুযোগ


ভারতীয় রেলওয়েতে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে জানানো হয়েছে নদার্ন রেলওয়ে দিল্লিতে General Departmental Competitive Examination (GDCE)- এর জন্য অ্যাপ্লিকেশন প্রকাশ করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই পরীক্ষার মাধ্যমেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। আগামী ২৮ অগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা। জানা গিয়েছে, মোট ৩২৩টি শূন্যপদ রয়েছে। ALP/Technicians, Junior Engineer এবং Train Manager - এইসব পদে নিয়োগ করা হবে। 


ইসরোতে চাকরির সুযোগ


ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো (ISRO) দিচ্ছে চাকরি। নিয়োগ করা হবে Technician 'B'/Draughtsman ‘B’- এই পদে। আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী ২১ অগস্ট পর্যন্ত আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন আগ্রহী প্রার্থীরা। ইসরোর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে। ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। Draughtsman- এর অর্থ হল এমন একজন যিনি প্রযুক্তিগত পরিকল্পনার খসড়া তৈরি করেন এবং আঁকার মাধ্যমে তা নির্মাণ করা হয়। এই পদে নিয়োগ করতে চলেছে ইসরো। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আরও পড়ুন- প্রকাশিত ডব্লুবিসিএস প্রিলিমসের ফল, কীভাবে দেখবেন?


Education Loan Information:

Calculate Education Loan EMI