Electronic Device Heating Problem: তীব্র গরমে অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে। বঙ্গে পিছিয়ে গিয়েছে বর্ষা। তাপমাত্রা আরও বাড়বে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। এই আবহাওয়ায় শুধু যে আমাদের শরীর অসুস্থ হচ্ছে তাই নয়, খারাপ হচ্ছে বাড়িতে থাকা বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস (Electronic Devices)। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস গরম (Electronics Devices Heating Issue) হয়ে সেখানে আগুন ধরে যাওয়ার মত ঘটনাও শোনা গিয়েছে। কী কী কারণে ইলেকট্রনিক্স ডিভাইস উত্তপ্ত হয়ে যায় এবং কীভাবে সেই সমস্যা দূর করা সম্ভব তা প্রায় সকলেই এখন জানেন। কিন্তু যদি আপনার বাড়ির কোনও ইলেকট্রনিক্স ডিভাইস গরম হয়ে গিয়ে তার মধ্যে আগুন ধরে যায় কিংবা ওই ডিভাইস ফেটে যায় তাহলে তাৎক্ষণিক ভাবে কী কী সতর্কতা নেবেন সেগুলি জেনে নেওয়া প্রয়োজন। এই ধরনের পরিস্থিতি তৈরি হলে কীভাবে তা সামাল দেবেন সেই জন্য রইল কিছু জরুরি টিপস। 


প্রবল গরমে অতিরিক্ত তাপমাত্রার কারণে যদি বাড়িতে থাকা ইলেকট্রনিক্স ডিভাইস উত্তপ্ত হয়ে সেখানে আগুন ধরে যায় তাহলে কী কী করবেন প্রাথমিক পর্যায়ে, দেখে নিন 



  • যে ডিভাইসেই আগুন লাগুক কিংবা সেটিতে বিস্ফোরণ হোক না কেন সবার আগে ডিভাইস আনপ্লাগ করে দিন। বড় ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস হলে মূল ইলেকট্রিক সাপ্লাই বা বিদ্যুতের সরবরাহ বন্ধ করা প্রয়োজন। আর ল্যাপটপ, টিভি এইসব ক্ষেত্রে আগে ডিভাইস প্লাগে যুক্ত থাকলে সুইচ বন্ধ করতে হবে। ফোন চার্জে বসানো অবস্থায় বিস্ফোরণ হলেও আগে চার্জিং বন্ধ করতে হবে। 

  • ছোটখাটো ইলেকট্রনিক্স ডিভাইস উত্তপ্ত হয়ে বিস্ফোরণ ঘটলে তা সামাল দেওয়া সম্ভব। কিন্তু বড় ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে বিপদের ঝুঁকি বেশি। তাই প্রয়োজন বুঝলে দমকলে দ্রুত খবর দিতে হবে। আর কোনওভাবেই আগুন সামাল দেওয়ার জন্য জল ব্যবহার করবেন না। যেহেতু ইলেকট্রনিক্স ডিভাইস সেক্ষেত্রে কারেন্টের শক খাওয়ার সম্ভাবনা থাকবে। আরও বড় বিপদে পড়তে পারেন। 

  • যে ইলেকট্রনিক্স ডিভাইস অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ হয়েছে সেটা পুনরায় ব্যবহার করতে যাবেন না। ফোন হোক বা ল্যাপটপ কিংবা আরও বড় ইলেকট্রনিক্স ডিভাইস, একবার সেখানে আগুন ধরে যাওয়া মানে ওই ইলেকট্রনিক্স ডিভাইস অবশ্যই নষ্ট হয়ে গিয়েছে। তাই সেটা আর ব্যবহারের চেষ্টা না করাই মঙ্গলের। কারণ এই ঝুঁকি নিলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। 


আরও পড়ুন- ১৫ হাজার টাকার মধ্যে ৫জি ফোন কিনতে চান? জুন মাসে ভারতে কী কী পাবেন রইল তার তালিকা 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।