HMD Smartphones: এইচএমডি গ্লোবাল (HMD Global) তাদের প্রথম স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ভারতে। এতদিন এইচএমডি গ্লোবাল নোকিয়া (Nokia) ব্র্যান্ডের ফোন লঞ্চের ব্যাপারে পরিচিত ছিল। আর নোকিয়ার ফোন ভারতে কতটা জনপ্রিয় ছিল তা বলার অপেক্ষা রাখে না। তবে এবার এই এইচএমডি গ্লোবাল সংস্থা প্রথম তাদের নিজস্ব ব্র্যান্ডের ফোন (HMD Global Frist Phone In India) ভারতে লঞ্চ করতে চলেছে। অর্থাৎ নোকিয়া ব্র্যান্ডের আওতায় এই ফোন লঞ্চ হবে না। বরং এইচএমডি নাম নিয়েই লঞ্চ হবে এই স্মার্টফোন। এক্স মাধ্যমে এইচএমডি গ্লোবাল সংস্থা জানিয়েছে ভারতে তাদের ব্র্যান্ডের প্রথম যে ফোন লঞ্চ হতে চলেছে তার নাম হবে 'অ্যারো' (HMD Arrow)। আর এই ফোন এইচএমডি পালস (HMD Pulse) মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে (Rebranded Version) লঞ্চ হতে চলেছে দেশে। ইউরোপে এই ফোন গত মাসে লঞ্চ হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রেও এইচএমডি পালস ফোন লঞ্চ হওয়ার কথা রয়েছে। সেখানে এই ফোনের নাম হতে পারে এইচএমডি ভাইব। 


আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এইচএমডি গ্লোবাল ব্র্যান্ডের প্রথম ফোন ভারতে লঞ্চ হবে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। এইচএমডি গ্লোবাল ব্র্যান্ডের ফোন এইচএমডি পালস ইউরোপে লঞ্চ হয়েছে অ্যাটমোস ব্লু, ড্রিমি পিঙ্ক এবং মেটিওর ব্ল্যাক- এই তিন রঙে। ইউরোপে এইচএমডি পালস ফোনের দাম EUR 140, ভারতীয় মুদ্রায় আনুমানিক ১২,৪৬০ টাকা। যেহেতু ভারতে লঞ্চ হতে চলা এইচএমডি গ্লোবাল ব্র্যান্ডের প্রথম ফোন 'অ্যারো' আসলে এইচএমডি পালস ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে, তাই এই দুই ফোনের মধ্যে দাম এবং ফিচারে মিল থাকার সম্ভাবনা রয়েছে। তবে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানা যায়নি। 


এবার দেখে নেওয়া যাক এইচএমডি পালস ফোনের কোন কোন ফিচার এইচএমডি অ্যারো ফোনের থাকতে পারে 



  • অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট থাকতে পারে এই ফোনে। 

  • এছাড়াও থাকতে পারে ৬.৬৫ ইঞ্চির ডিসপ্লে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া সম্ভব। এটি একটি এলসিডি স্ক্রিন হতে পারে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। 

  • একটি অক্টা-কোর ১২ এনএম Unisoc T606 চিপ থাকতে পারে এই ফোনে।

  • ফোনের ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 

  • ফোনের ডিসপ্লের উপরে থাকতে পারে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • এছাড়াও এই ফোনে থাকতে পারে ১২৮ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ।

  • আর থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট। 


আরও পড়ুন- ভারতে আসছে পোকো-র নতুন ৫জি ফোন, থাকতে পারে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।