Poco Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে পোকো এফ৬ ৫জি ফোন (Poco F6 5G)। আগামী ২৩ মে বিকেল ৪টে ৩০ মিনিটে (ভারতীয় সময়) লঞ্চ হবে এই ফোন। ভারতে লঞ্চের পর পোকো এফ৬ ৫জি ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার (Flipkart India) ওয়েবসাইট থেকে। আনুষ্ঠানিক লঞ্চের আগে ফোনের ডিজাইন সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, বেশ কিছু ফিচার সম্পর্কেও। এবছর এপ্রিল মাসে চিনে লঞ্চ হয়েছিল রেডমি টার্বো ৩ ফোন (Redmi Turbo 3)। সেই ফোনেরই রিব্র্যান্ডেড ভার্সান (Rebranded Version) হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে পোকো এফ৬ ৫জি। অর্থাৎ এই দুই ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশনে মিল থাকবে বলে মনে করা হচ্ছে। 


পোকো এফ৬ ৫জি ফোনের যে টিজার প্রকাশ্যে এসেছে সেখান থেকে এই ফোনের ক্যামেরা মডিউল সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গিয়েছে। ফোনের রেয়ার প্যানেলে রয়েছে সামান্য উঁচু গোলাকার ক্যামেরা মডিউল। এর সঙ্গে রয়েছে রিং আকারের ফ্ল্যাশ ইউনিট। পোকো এফ৬ ৫জি ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে চলেছে যার সঙ্গে যুক্ত থাকবে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। 


পোকো এফ৬ ৫জি ফোনে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর। এর সঙ্গে থাকতে পারে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। আর এই ডিসপ্লেতে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে। পোকো এফ৬ ৫জি ফোনের ডিসপ্লে একটি OLED প্যানেল হতে চলেছে যার উপরে সুরক্ষার খাতিরে থাকবে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন। পোকো এফ৬ ৫জি ফোনে থাকতে চলেছে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। পোকোর এই ফোনে ১২ জিবি র‍্যাম এবং অ্যান্ড্রয়েড ১৪ বেসড অপারেটিং সফটওয়্যারের সাপোর্ট থাকার কথাও রয়েছে। 


চলতি মাসের শুরুতেই পোকো এক্স৬ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২১,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেল, তার দাম ২৩,৯৯৯ টাকা। এর পাশাপাশি পোকো এক্স৬ ৫জি ফোনের স্কাইলাইন ব্লু রঙের মডেলের ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৪,৯৯৯ টাকা। 


আরও পড়ুন- মোটোরোলা রেজর ৫০ আলট্রা ফোন লঞ্চ হতে পারে ভারতে, কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।