HMD Smartphone: ভারতে মোবাইল ফোনের সংস্থা হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল নোকিয়া (Nokia)। তবে সেই সংস্থার ফোন এখন আর সেভাবে ব্যবসা করতেই পারছে না। সম্প্রতি জানা গিয়েছে, নোকিয়া ব্র্যান্ডের পিছনে থাকা মূল সংস্থা এইচএমডি গ্লোবাল (HMD Global) তাদের নিজস্ব এইচএমডি ব্র্যান্ডে স্মার্টফোন (Smartphone) লঞ্চ করতে চলেছে। চলতি বছরের প্রথম অর্ধে এইচএমডি ব্র্যান্ডের এই ফোন লঞ্চের পরিকল্পনা রয়েছে সংস্থা। গতবছর অক্টোবর মাসে একথা নিশ্চিত ভাবে জানিয়েছিলেন এইচএমডি গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট এবং APAC রবি কুমার। তিনি এও জানিয়েছিলেন যে এইচএমডি ব্র্যান্ডের স্মার্টফোন ভারতেও লঞ্চ হবে। তবে কোন ফোন লঞ্চ হবে, কেমন হবে তার ডিজাইন, দাম-ফিচার কোনও কিছু সম্পর্কেই তথ্য প্রকাশ করেনি সংস্থা। 


তবে সম্প্রতি ৯১মোবাইলসের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে এইচএমডি ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন কেমন দেখতে হতে চলেছে। যে রেন্ডার প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে এইচএমডি ব্র্যান্ডের প্রথম স্মার্টফোএ ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে। তার সঙ্গে থাকবে এলইডি ফ্ল্যাশ। ফোনের ব্যাক প্যানেলের মাঝখানে থাকবে এইচএমডি লোগো। ফোনের ডিসপ্লের উপর ফ্রন্ট ক্যামেরা সেট করার জন্য থাকবে পান হোল কাটআউট। ফোনের ডানদিকের সাইডের অংশে থাকবে ভলিউম এবং পাওয়ার বাটন। এইচএমডি- র প্রথম স্মার্টফোনে আর কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকবে তা স্পষ্ট নয়। তবে আগামী দিনে ফোন লঞ্চের দিনক্ষণের পাশাপাশি বাকি তথ্যও প্রকাশ্যে আসবে বলে অনুমান করা হচ্ছে। 


সূত্রের খবর, এইচএমডি সংস্থার প্রথম স্মার্টফোন লঞ্চ হলে তা ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো ই-কমার্স সংস্থার মাধ্যমেই অনলাইনে বিক্রি হবে। শোনা গিয়েছে, হয়তো এবছর (২০২৪) এপ্রিল মাসে এই ফোন লঞ্চ হতে পারে। স্টক অ্যান্ড্রয়েড আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হতে পারে এইচএমডি সংস্থার প্রথম ফোন। তবে এই তথ্যগুলির কোনওটাই এইচএমডি করত্রৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি। তাই এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। প্রসঙ্গত উল্লেখ্য, ইদানীং নোকিয়া মূলত নজর দিয়ে বাজেট সেগমেন্টের ফোনের উপরে। ভারতের বাজারে বেশ কিছু বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে তারা। এইসব মডেলে আবার রয়েছে ইউপিআই সাপোর্ট। অথচ দাম একদম সাধ্যের মধ্যে। কিন্তু ফিচারের দিক থেকে বেশ কয়েকটি ভাল স্পেসিফিকেশন রয়েছে এই ফোনগুলিতে। 


আরও পড়ুন- বন্ধু পাশে থাকলেই হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি পাঠাতে পারবেন ছবি-ভিডিও-অডিও, আসছে ব্লুটুথ শেয়ারিংয়ের মতো ফিচার