Honor Smartphone: ভারতে ফিরছে Honor সংস্থার ফোন। আগামী ১৪ সেপ্টেম্বর ভারতীয় সময় দুপুর ১২টা ৩০মিনিটে লঞ্চ হতে চলেছে Honor 90 5G ফোন। শোনা যাচ্ছে, এই ফোনের মূল আকর্ষণ হতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। অ্যামাজনের মাধ্যমে এই ফোন কেনা যাবে। দাম হতে পারে ৩৫ হাজার টাকার আশপাশে। ২০২০ সালে ভারত থেকে ব্যবসা গুটিয়েছিল Honor সংস্থা। তিনবছর পর ফের কামব্যাক করছে এই কোম্পানি। 


Honor 90 5G ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন



  • এই ফোনে ১.৫কে রেজোলিউশন যুক্ত একটি TUV Rheinland সার্টিফায়েড ডিসপ্লে থাকতে পারে।

  • এই ফোন পরিচালিত হতে পারে Android 13-based MagicOS 7.1- এর সাহায্যে। 

  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।

  • এই ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 


মোটোরোলা 'জি' সিরিজের নতুন ফোন হাজির ভারতের বাজারে


ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা 'জি' সিরিজের (Motorola G Series) নতুন ফোন মোটো জি৫৪ ৫জি (Moto G54 5G)। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট, যার দাম ১৮,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। বিক্রি শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে। তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২০ প্রসেসর। তার সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে আবার ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। মোটো জি৫৪ ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 


৯০০০ টাকার কমে ভারতের বাজারে রিয়েলমির নতুন ফোন


ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি 'সি' সিরিজের নতুন ফোন রিয়েলমি সি৫১ (Realme C51)। এটি একটি বাজেট ফোন (Budget Smartphone)। কার্বন ব্ল্যাক এবং মিন্ট গ্রিন- এই দুই রঙে রিয়েলমি সি৫১ ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোন একটিই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে। ৪ জিবি র‍্যাম এবং ৬৪ স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছ। দাম ৮৯৯৯ টাকা। অনলাইনে রিয়েলমির অফিশিয়াল সাইট এবং ফ্লিপকার্ট থেকে রিয়েলমি সি৫১ ফোন কেনা যাবে। 


আরও পড়ুন- চন্দ্রাভিযানে ইসরোর সাফল্যে নতুন ফোন লঞ্চ টেকনো সংস্থার, দাম সাধ্যের মধ্যেই, রয়েছে দুরন্ত ব্যাটারি ফিচার