Tecno Smartphones: টেকনো স্পার্ক ১০ প্রো (Tecno Spark 10 Pro) ফোনের Moon Explorer Edition লঞ্চ হয়েছে ভারতে। চন্দ্রযান-৩ (Chandrayaan 3) এর সাফল্যে এই ফোন লঞ্চ করেছে টেকনো সংস্থা। গত ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফট ল্যান্ড করেছিল ল্যান্ডার বিক্রম। তারপর সেখান থেকে বেরিয়ে এসেছিল রোভার প্রজ্ঞান। ইসরো তৃতীয়বারের চন্দ্রাভিযানে পাঠিয়েছিল চন্দ্রযান-৩। তার এই দুই অংশ চন্দ্রপৃষ্ঠে এখন অভিযান চালাচ্ছে। এখনও পর্যন্ত সাফল্যই এসেছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে ভারত। আর সফট ল্যান্ডিংয়ের সাফল্যে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত। আর এই সাফল্যেই স্পেশ্যাল এডিশনের ফোন লঞ্চ করেছে টেকনো সংস্থা। আগামী সপ্তাহে এই ফোনের বিক্রি শুরু হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রি-অর্ডার। 


স্পেশ্যাল এডিশন হলেও দাম কিন্তু আকাশছোঁয়া নয়, চাইলে কিনতে পারবেন


টেকনো স্পার্ক ১০ প্রো মুড এক্সপ্লোরার এডিশন ফোনের ১৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিক্রি। অনলাইন এবং অফলাইনে, দু'ভাবেই কেনা যাবে। 


টেকনো স্পার্ক ১০ প্রো মুড এক্সপ্লোরার এডিশন ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে এই ফোনে। রিফ্রেশ রেট ৯০ হার্টজ। 

  • এছাড়াও রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর। ফোনের স্টোরেজ এক্সপ্যান্ডেবল ফিচার যুক্ত। 

  • এই ফোন পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ বেসড HiOS 12.6- এর সাহায্যে। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে।

  • সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের AI লেন্স যুক্ত ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।

  • ৫০০০ এমএএইচ ব্যাটারি (Li-Po) রয়েছে এই ফোনে। ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ৪০ মিনিটে। স্ট্যান্ডবাই মোডে ২৭ দিন পর্যন্ত চার্জ থাকতে পারে এই ফোনে। 


ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো সিরিজের নতুন ফোন


রিয়েলমি নারজো ৬০এক্স ফোন সম্প্রতি লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৪৯৯ টাকা। রিয়েলমির ওয়েবসাইট এবং অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিক্রি। রিয়েলমি নারজো ৬০এক্স ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর (পোর্ট্রেট লেন্স-সহ) রয়েছে এই ক্যামেরা ইউনিটে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।


আরও পড়ুন- নতুন রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে?