Smartwatch: সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Honor X9b 5G ফোন। এর সঙ্গেই লঞ্চ হয়েছে Honor Choice X5 TWS ইয়ারবাডস। এছাড়াও লঞ্চ হয়েছে Honor Choice Watch। এই স্মার্টওয়াচে রয়েছে আয়তাকার AMOLED ডিসপ্লে। এই ডিভাইসে রয়েছে মেটালিক বডি এবং ইন্টারচেঞ্জেবল সিলিকন স্ট্র্যাপ। দুটো রঙে Honor Choice Watch লঞ্চ হয়েছে। ১২০- র বেশি স্পোর্টস মোড এবং ১০০- র বেশি ওয়াচ ফেস রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও এই ডিভাইসে রয়েছে ম্যাগনেটিক চার্জিং সাপোর্ট এবং সংস্থার তরফে দাবি করা হয়েছে একবার চার্জ দিলে প্রায় ১২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে। 


ভারতে Honor Choice Watch- এর দাম কত, কোথা থেকে কিনবেন, কী কী রঙে লঞ্চ হয়েছে 


কালো এবং সাদা রঙে Honor Choice Watch ভারতে লঞ্চ হয়েছে। এই Honor Choice Watch এর দাম ৬৪৯৯ টাকা। লঞ্চ অফার হিসেবে ৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ Honor Choice Watch কেনা যাবে ৫৯৯৯ টাকায়। অ্যামাজন থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে। বিক্রি শুরু হবে আগামী ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে। 


Honor Choice Watch এই স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন একনজরে দেখে নিন



  • এই স্মার্টওয়াচে রয়েছে ১.৯৫ ইঞ্চির AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এই স্মার্টওয়াচে আগে থেকে ইনস্টল রয়েছে ৮টি ওয়াচ ফেস ফিচার। এছাড়াও রয়েছে ২১টি ডায়নামিক অলওয়েজ অন ওয়াচফেস ফিচারের সাপোর্ট। আর রয়েছে ১০০-র বেশি নরমাল ওয়াচ ফেস। 

  • ১২০- র বেশি স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে। Honor Choice Watch ওয়ারেবল ডিভাইসে ব্লাড অক্সিজেন পরিমাপের ফিচার রয়েছে। এছাড়াও এই স্মার্টওয়াচের সাহায্যে হার্ট রেট মনিটর করা যাবে এবং ইউজারের স্লিপ ট্র্যাকার রয়েছে এই স্মার্টওয়াচে। মহিলাদের জন্য মেন্সট্রুয়াল হেলথ ট্র্যাকিং ফিচার এবং স্ট্রেস মনিটরিং ফিচার সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। Honor Health অ্যাপের মাধ্যমে এই সমস্ত ট্র্যাকারের ডেটা চেক করা যাবে। 

  • ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি রয়েছে এখানে। এছাড়াও রয়েছে ওয়ান ক্লিক এসওএস কলিং ফিচারের সাপোর্ট। এই স্মার্টওয়াচে জিপিএস ফিচারের সাপোর্টও রয়েছে। 

  • এটি একটি ওয়াটার রেজিসট্যান্ট ওয়ারেবল ডিভাইস। ৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে এখানে। একবার চার্জ দিলে ১২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে বলে দাবি করেছে সংস্থা। প্রতিদিন রাতে ৭ ঘণ্টা পর্যন্ত স্লিপ মনিটরিং ফিচার চালু থাকলেও ১২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে এই স্মার্টওয়াচে। 


আরও পড়ুন- ভারতে হাজির Honor Choice Earbuds X5, একবার চার্জ দিলে চলবে ৩৫ ঘণ্টা, দাম ২ হাজারের কম