Laptops: ভারতে লঞ্চ হয়েছে নতুন ল্যাপটপ Honor MagicBook X16 (2024), এই ল্যাপটপ কেনা যাবে অ্যামাজন থেকে। ই-কমার্স সংস্থায় এখন চলছে গ্রেট রিপাবলিক ডে সেল। এই সেলে নতুন Honor MagicBook X16 (2024) ল্যাপটপ কেনা যাবে ৪৫ হাজার টাকার কম দামে। একটিই র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে Honor MagicBook X16 (2024) ভারতে লঞ্চ হয়েছে। Honor MagicBook X16 (2024) ল্যাপটপে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ। এই ল্যাপটপের অ্যামাজনের দাম ৪৪,৯৯০ টাকা। Honor MagicBook X16 (2024) ল্যাপটপে রয়েছে একটি 12th Gen Intel Core i5 প্রসেসর। এছাড়াও রয়েছে একটি 42Wh ব্যাটারি এবং ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। আগে থেকেই উইন্ডোজ ১১ ইনস্টল করা রয়েছে এই ল্যাপটপে। এর আগে ভারতে লঞ্চ হয়েছিল Honor MagicBook X16 (2023), গতবছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিল মাসে এই ল্যাপটপ লঞ্চ হয়েছিল দেশে। তারই সাকসেসর হিসেবে এবার লঞ্চ হয়েছে Honor MagicBook X16 (2024) ল্যাপটপ। এখানে রয়েছে ১৬ ইঞ্চির ফুল এইচডি রেজোলিউশন যুক্ত স্ক্রিন। এটি একটি flicker-free ডিসপ্লে এবং এই স্ক্রিনে রয়েছে ব্লু লাইট প্রোটেকশন ফিচারের সাপোর্ট। 




Honor MagicBook X16 (2024) ল্যাপটপে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে, একনজরে দেখে নেওয়া যাক



  • এই ল্যাপটপে ১৬ ইঞ্চির ফুল এইচডি রেজোলিউশন যুক্ত Honor FullView anti-glare IPS ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে রয়েছে TUV Rheinland Low Blue Light এবং Flicker Free সার্টিফিকেশন। ই-বুকের মতোও ব্যবহার করা যাবে এই ল্যাপটপ।

  • Honor সংস্থার দাবি এই ল্যাপটপে থাকা 42Wh ব্যাটারি প্রায় ৯ ঘন্টার প্লেব্যাক সাপোর্ট দেয় (1080p)। এই ল্যাপটপে রয়েছে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট যার সাহায্যে ল্যাপটপে শূন্য থেকে ৪৫ শতাংশ চার্জ হবে ৩০ মিনিটে। 

  • এই ল্যাপটপে রয়েছে LPDDR4X র‍্যাম এবং PCIe Gen4 SSD স্টোরেজ। Windows 11 Home- এর সাপোর্ট রয়েছে Honor MagicBook X16 (2024)- ল্যাপটপে। 

  • দুটো সারাউন্ড সাউন্ড স্পিকার রয়েছে Honor MagicBook X16 (2024)- এই ল্যাপটপে। এছাড়াও রয়েছে একটি 720p ওয়েবক্যাম। আর রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি HDMI 2.1 পোর্ট, দুটো ইউএসবি টাইপ-এ 3.2 Gen 1 পোর্ট, একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। এই ল্যাপটপের বডি তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে। ওজন প্রায় ১.৫৮ কেজি। 


আরও পড়ুন- অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে ৫০ হাজার টাকার কম দামে কোন কোন ল্যাপটপ কিনতে পারবেন?