Share Market: গত শুক্রবারই তৃতীয় ত্রৈমাসিকের ফল বেরিয়েছে উইপ্রোর (Wipro Share Price)। দেশের শীর্ষস্থানীয় আইটি স্টকগুলিতে তারপর থেকেই গতি লক্ষ করা যাচ্ছে। সোমবার বাজার খুলতেই দৌড়তে শুরু করে সেনসেক্স। এবার ৭৩ হাজারের সীমা পেরিয়ে নতুন রেকর্ড গড়ে এই সূচক আর তার মূলে ছিল আইটি সংস্থার শেয়ারগুলিতে তেজিভাব। এদিন বাজারে উইপ্রোর শেয়ার প্রায় ১৩ শতাংশ বৃদ্ধি পায়।


১৩ শতাংশ বৃদ্ধি


এদিন বাজার বন্ধের সময় উইপ্রোর (Wipro) শেয়ারের দাম হয় ৪৯৫.১০ টাকা। সোমবার বাজার খোলার পর বেলা ১২টার আগেই এই শেয়ারের দাম বেড়ে যায় প্রায় ১৩ শতাংশ। ৫২ সপ্তাহের সর্বোচ্চ দামে ৫২৬.৪৫ টাকার সীমা ছুঁয়ে ফেলে উইপ্রো। জানা গিয়েছে এই সংস্থার ডিসেম্বর ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ্যে আসার পরই এই গতি লক্ষ করা যায় উইপ্রোর শেয়ারে।


মুনাফা কমেছে


এই সংস্থার আমেরিকান ডিপোজিটরি রিসিপ্টসও বেড়েছে প্রায় ১৮ শতাংশ যা কিনা এর ২০ মাসের সর্বোচ্চ সীমা ৬.৩৫ ডলার ছুঁয়ে ফেলে। যদিও উইপ্রোর ইয়ার অন ইয়ার প্রফিট কমেছে প্রায় ১২ শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকেও মুনাফায় ঘাটতি দেখা গেল উইপ্রোর। বিশেষজ্ঞরা বলছেন সংস্থার ব্যবসার এই আন্ডার পারফরম্যান্স চলবে ভবিষ্যতেও। ২০২৩-২৪ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে যেখানে সংস্থার মুনাফা হয়েছিল ৩০৬৫ কোটি টাকা, সেখানে এই ত্রৈমাসিকে মুনাফা হয় ২৬৬৭.৩ কোটি টাকা।


অপারেশনস থেকে আগত এর সংহত মুনাফাও কমে গিয়েছে ৪.৪ শতাংশ (YoY Basis) এবং ১.৪ শতাংশ (QoQ Basis)। অন্যদিকে উইপ্রোর নেট আয় ত্রৈমাসিকের হিসেবে প্রায় ১.৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ২৬৯০ কোটি।  


সেনসেক্সে ঝড়


সোমবার মকরসংক্রান্তির দিনে বাজার খুলতেই বিপুল গতি দেখাল সূচক। সকালেই সেনসেক্স (Sensex) প্রায় ৫০৪.২৬ পয়েন্ট বেড়ে হয় পেরিয়ে যায় ৭৩ হাজারের সীমা। এই প্রথমবার সেনসেক্স পৌঁছল ৭৩ হাজারের সীমায়। অন্যদিকে নিফটি (Nifty 50) বেড়ে দাঁড়ায় ২২ হাজারে। এককথায় বুল রানের ইঙ্গিতই সফল হল বিশেষজ্ঞদের। পরিসংখ্যান বলছে নতুন বছরের শুরুতেই প্রায় ১৩০০ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সূচকের এই রেকর্ড বৃদ্ধির প্রভাব পড়েছে IT স্টকগুলিতে। উইপ্রো, টেক মহিন্দ্রা, এইচসিএল টেক, ইনফোসিসের মত শেয়ারগুলিতে বিপুল বৃদ্ধি দেখা গিয়েছে। এদের মধ্যে উইপ্রোর শেয়ার বেড়েছে প্রায় ১০ শতাংশেরও বেশি। অন্যদিকে Indian Railway Finance Corporation-এর স্টকেও দৌড় লক্ষ করা গিয়েছে এদিন। ইনফোসিস, এইচসিএল টেকের স্টকের দাম ২-৩ শতাংশ বেড়েছে।


আরও পড়ুন: Share Market: সংক্রান্তির দিনে সব রেকর্ড ভেঙে দিল সেনসেক্স, ৭৩ হাজারের সীমা ছুঁয়ে খুশির জোয়ার দালাল স্ট্রিটে