সুনীত হালদার, হাওড়া : হাওড়া শহরে ঘিঞ্জি এলাকায় ভয়াবহ আগুন। লেলিহান শিখা ঢেকে ফেলল চারিপাশ। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। পুজোর আগে এই বিপর্যয়ে ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা। 



ভয়াবহ আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে
বেলা ১২টা নাগাদ ব্যাগের দোকানে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। হাওড়া ময়দানের কাছে এই চামড়ার ব্যাগের দোকান। ভয়াবহ আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে। ময়দান এলাকা হাওড়ার অন্যতম ব্যস্ত এলাকা। তার উপরে পুজোর সময়। এলাকায় কেনাকাটার ভিড়। তাই আতঙ্ক গ্রাস করেছে এলাকাকে। ঘটনাস্থলে প্রথমে ২ ও পরে দমকলের ৪টি ইঞ্জিন পৌঁছায়। আগুন নেভানোর প্রচেষ্টা চলছে। 


করোনার গ্রাস কাটিয়ে এবার কিছুটা চাঙ্গা হাওড়ার বাজার। ব্যবসায়ীরাও আশার আলো দেখছেন। এরই মধ্যে ভয়ঙ্কর এই আগুন যেন, আশার আলোটুকু নিভিয়ে দেওয়ার মতোই ! দোতলার একাংশেও আগুন ছড়িয়েছে। ওই বহুতলে পোশাকের দোকান, রেস্তোরাঁ রয়েছে। তবে কেন আগুন লাগল, জানা যায়নি। 

সোনার দোকানেও আগুন
দিনকয়েক আগেই বউবাজারে সোনার গয়না তৈরির কারখানায় আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় গয়না তৈরির কারখানা। সকালে বি বি গাঙ্গুলি স্ট্রিটের একটি বাড়ির তিনতলায় আগুন লাগে। সেখানেও ঘিঞ্জি এলাকা হওয়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থলে যান ৪৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। দমকলের ৩টি ইঞ্জিন এসে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । গয়নার দোকানে আগুন লাগায় বড় ক্ষতির আশঙ্কা রয়েইছে । 




আজকের শিরোনাম 


১। থানা ঘেরাওয়ের পর এবার ওসি-বিডিওকে তৃণমূল বিধায়কের ডেডলাইন। 
২। নিয়োগের দুর্নীতির আঁচ বিধানসভায়। মানিককে চোর বলে কটূক্তি মিহিরের। চুরির সময় তো কোথায় ছিলেন? শাসকের আসন দেখিয়ে পাল্টা মানিক।
৩। ইডি-সিবিআইয়ের অতি সক্রিয়তা নিয়ে বিধানসভায় প্রস্তাব আনছে রাজ্য। গণতন্ত্রকে হত্যার চেষ্টা, বিরোধিতা করবে বিজেপি, প্রতিক্রিয়া দিলীপের।
৪। গরুপাচার মামলায় এবার সায়গল হোসেনের স্ত্রী ও মাকে দিল্লিতে তলব ইডির। সম্পত্তির উৎস ও হাতবদল নিয়ে জিজ্ঞাসাবাদ। পাল্টা হাইকোর্টে যাওয়ার তোড়জোড়, খবর সূত্রে।
৫। নিয়োগ-দুর্নীতি মামলা দফতরের কোর্টে বল ঠেললেন পার্থ। ফাইল আসত, সই করতাম, আধিকারিকদের ভরসা করেছিলাম, সিবিআই জেরায় বিস্ফোরক দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রীর।
৬। দুর্নীতির দায় দফতরে ঠেলছেন পার্থ। দায় নিতে হবে গোটা মন্ত্রিসভাকে, আক্রমণ বিরোধীদের। নারদ-মামলায় শুভেন্দুকে গ্রেফতার নয় কেন? ফের প্রশ্ন তৃণমূলের।
৭। হাইকোর্টের নির্দেশে ২০১৪-র টেট পরীক্ষার্থীদের আজ ইন্টারভিউ। আচার্য সদনে হাজির ১৮৭ চাকরিপ্রার্থী। 
৮। চাঁচলে মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে ধুন্ধুমার। তৃণমূলের বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগে বিক্ষোভ। আদালতের দ্বারস্থ হচ্ছে  বাম-কংগ্রেস।
৯। রানি দ্বিতীয় এলিজাবেথকে আজ বিদায় জানাবে ব্রিটেন। সেন্ট জর্জ চ্যাপেলে, স্বামী প্রিন্স ফিলিপের পাশেই সমাধিস্থ করা হবে রানিকে। শেষকৃত্যে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু