Honor Smartphones: চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে Honor Magic 6 সিরিজের দু'টি ফোন Honor Magic 6 এবং Honor Magic 6 প্রো। এবার ভারতে আসতে চলেছে Honor Magic 6 সিরিজের ফোন। সম্ভবত এবছর জুলাই মাসে ভারতে লঞ্চ হতে চলেছে Honor Magic 6 সিরিজের ফোন। টিপস্ট্রা পারস গগলানি এক্স মাধ্যমে আভাস দিয়েছেন যে ভারতে Honor Magic 6 সিরিজের প্রো মডেল লঞ্চ হতে পারে। যদিও ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। Honor Magic 6 সিরিজের বেস মডেল ভারতে লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গেও কিছু জানা যায়নি। অন্যদিকে Honor সংস্থার সিইও মাধব শেঠও সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দিয়েছেন যে Honor Magic 6 সিরিজ ভারতে লঞ্চ হতে পারে। এর পাশাপাশি মাধব শেঠ Honor Magic V2 এই ফোল্ডেবল ফোন ভারতে লঞ্চ হওয়ার প্রসঙ্গেও আভাস দিয়েছেন। তবে কবে এই ফোল্ডেবল ফোন দেশে লঞ্চ হবে সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি। 


চিনে Honor Magic 6 সিরিজের ফোন কী কী ফিচার এবং স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ হয়ে সেগুলি দেখে নেওয়া যাক 



  • চিনে লঞ্চ হওয়া Honor Magic 6 সিরিজের বেস এবং প্রো মডেলে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর।

  • এই ফোন দু'টি পরিচালিত হয় MagicOS 8.0- এর সাপোর্টে। এছাড়াও Honor Magic 6 সিরিজের ফোনের রয়েছে LTPO OLED ডিসপ্লে।

  • এছাড়াও Honor Magic 6 সিরিজের দুই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। অর্থাৎ তিনটি ক্যামেরা সেনসর রয়েছে এই দুই ফোনে।

  • Honor Magic 6 সিরিজের ভ্যানিলা অর্থাৎ বেস মডেলে রয়েছে ৬.৭৮ ইঞ্চির স্ক্রিন। অন্যদিকে প্রো ভ্যারিয়েন্টে রয়েছে ৬.৮ ইঞ্চির ডিসপ্লে। 

  • Honor Magic 6 ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। অন্যদিকে Honor Magic 6 প্রো মডেলে রয়েছে ১৮০ মেগাপিক্সেলের পেরিস্কোপ প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। 

  • Honor Magic 6 ফোনে রয়েছে ৫৪৫০ এমএএইচ ব্যাটারি। অন্যদিকে Honor Magic 6 প্রো ফোনে রয়েছে ৫৬০০ এমএএইচ ব্যাটারি। এই দুই ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না Honor Magic 6 সিরিজের ভ্যানিলা এবং প্রো মডেল। 


চিনে Honor Magic 6 প্রো ফোনের বেস মডেল যা ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত, সেটি লঞ্চ হয়েছিল CNY 5,699- এই দামে। ভারতীয় মুদ্রায় আনুমানিক ৬৫ হাজার টাকা। ভারতে লঞ্চ হতে চলা Honor Magic 6 প্রো ফোনের দাম এর আশপাশেই হবে বলে অনুমান। যদিও আনুষ্ঠানিক ভাবে সংস্থার তরফে কিছু ঘোষণা করা হয়নি। 


আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হবে রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোন, নিশ্চিতভাবে কী কী ফিচার থাকতে চলেছে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।