Honor Magic 6 Series: ভারতে লঞ্চ হতে চলেছে Honor সংস্থার নতুন স্মার্টফোন (Honor Smartphones)। দেশে দ্রুত লঞ্চ হওয়ার কথা Honor ম্যাজিক ৬ (Honor Magic 6) এবং Honor ম্যাজিক ৬ প্রো (Honor Magic 6 Pro) - এই দুই ফোন। নির্দিষ্ট দিনক্ষণ এখনও Honor সংস্থা প্রকাশ করেনি। কিন্তু এর মাঝে আচমকাই ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার (Amazon India) ওয়েবসাইটে Honor ম্যাজিক ৬ প্রো ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছিল। এমনকি এই ফোন লঞ্চ হলে এবং তা কিনলে ক্রেতারা কী কী উপকার পেতে পারেন সেই তালিকাও প্রকাশ্যে এসে গিয়েছিল। অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট অনুসারে Honor ম্যাজিক ৬ প্রো ফোন কিনলে ক্রেতারা বিনামূল্যে পাবেন ইয়ারবাডস, স্মার্টওয়াচ, ফোন কভার। আচমকা অ্যামাজনে ফাঁস হওয়া তালিকা থেকে এই ফোনের র‍্যাম এবং স্টোরেজ অপশন ও অন্যান্য আরও অনেক তথ্য জানা গিয়েছে। 


Honor ম্যাজিক ৬ সিরিজের ফোনে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। অ্যামাজনে ফাঁস হওয়া তালিকা অনুসারে কালো রঙে লঞ্চ হতে পারে Honor ম্যাজিক ৬ প্রো ফোন। সেই মডেলে থাকবে ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ। এই ফোন কিনলে ক্রেতারা বিনামূল্যে অর্থাৎ ফ্রিতে পাবেন Honor ওয়াচ জিএস ৩, Honor চয়েজ এক্স৫ প্রো ইয়ারবাডস, Honor প্রিমিয়াম ফোন কভার এবং ভিআইপি কেয়ার প্লাস পরিষেবা। তবে অ্যামাজনের ওই তালিকায় ফোনের দাম কিংবা লঞ্চের দিনক্ষণ ছিল না। শুধু Honor ম্যাজিক ৬ প্রো ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের বেশ কিছু স্পেসিফিকেশন অ্যামাজনে ফাঁস হওয়া তালিকা থেকে নিশ্চিত ভাবে জানা গিয়েছে।


Honor ম্যাজিক ৬ প্রো ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন 



  • এই ফোনে ৬.৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে চলেছে। সেখানে ফুলে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এটি একটি OLED ডিসপ্লে হতে চলেছে।

  • এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ সেনসর এবং আরও দুটো ৫০ মেগাপিক্সেলের সেনসর থাকবে। 

  • কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরের সাহায্যে পরিচালিত হবে Honor ম্যাজিক ৬ প্রো ফোন। 

  • এই ফোনে একটি ৫৬০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এর সঙ্গে থাকবে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। আর থাকবে ৬৬ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। 

  • Honor ম্যাজিক ৬ প্রো ফোন একটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে। 


আরও পড়ুন- ফের ভারতে আসছে রিয়েলমি 'জিটি' সিরিজের নতুন ফোন, কোন মডেল লঞ্চ হতে পারে এবার? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।