Honor X9b: ভারতে লঞ্চ হতে চলেছে Honor X9b। আগামী ১৫ ফেব্রুয়ারি লঞ্চ হবে এই ফোন। এর আগে গত বছর অর্থাৎ ২০২৩ সালের অক্টোবর মাসে গ্লোবাল মার্কেটে এই ফোন লঞ্চ হয়েছিল। অনুমান গ্লোবাল ভার্সানের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের ফিচারে মিল থাকবে। ই-কমার্স সংস্থা অ্যামাজনের প্রোডাক্ট পেজে ইতিমধ্যেই এই ফোনের কিছু কিছু ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। এর পাশাপাশি Honor X9b ফোনের জন্য অ্যামাজনের মাইক্রো সাইটের পেজ লাইভ হয়েছে আনুষ্ঠানিক ভাবে। এর থেকে নিশ্চিত ভাবে বোঝা গিয়েছে, Honor X9b ফোন ভারতে লঞ্চের পর অ্যামাজন থেকে কেনা যাবে। এই ফোনের সঙ্গে Honor Choice Earbuds X5- এই ইয়ারবাডসও লঞ্চের কথা রয়েছে। এটি একটি ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস হতে চলেছে। 


অ্যামাজনের মাইক্রোসাইট অনুসারে Honor X9b ফোনে কার্ভড ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও এই ফোনে SGS সার্টিফায়েড 360-degree whole-device protection সাপোর্ট থাকবে। ভারতের প্রথম আলট্রা বাউন্স ডিসপ্লে থাকতে চলেছে Honor X9b ফোনে। এর সঙ্গে যুক্ত থাকতে পারে এয়ারব্যাগ টেকনোলজি। অ্যামাজনের প্রোডাক্ট পেজে আরও বলা হয়েছে যে Honor X9b ফোনে একটি বড় ব্যাটারি কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট থাকবে। স্লিম ডিজাইনে লঞ্চ হবে Honor X9b  ফোন। এই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলের ক্ষেত্রে একটি গোলাকার আকৃতি (silhouette) দেখা গিয়েছে। 


Honor 9Xb ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের সঙ্গে ভারতে লঞ্চ হতে চলা মডেলের ফিচারের মিল থাকবে বলে মনে করা হচ্ছে 



  • Honor 9Xb ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত থাকতে পারে। 

  • Honor 9Xb ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ বেসড MagicOS 7.2- এর সাহায্যে।

  • ৫৮০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে Honor 9Xb ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে। 

  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে Honor 9Xb ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে। এখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর, ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার থাকতে পারে। আর ফোনের ডিসপ্লের উপরে ১৬ মেগাপিক্সেলের সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 


আরও পড়ুন- ভারতে আসছে পোকো সংস্থার 'নিও' ব্র্যান্ডের প্রথম ফোন, কোন মডেল কবে লঞ্চ হতে পারে?