Air Conditioner: বাড়িতে এয়ার কন্ডিশনার (Air Conditioner) বা এসি (AC) চালিয়েও কীভাবে ইলেকট্রিকের বিল (Electricty Bill) নিয়ন্ত্রণে রাখা সম্ভব? এর জন্য অতি অবশ্যই মেনে চলতে হবে সহজ কয়েকটি নিয়ম। ব্যবহারকারী একটু খেয়াল রাখলেই গরমকালে এসি চালালেও পাহাড়প্রমাণ ইলেকট্রিক বিলের (Electric Bill) বোঝা এসে পড়বে না ঘাড়ে। তাই এক্ষেত্রে কী কী করণীয় সেগুলো একনজরে দেখে নেওয়া যাক।

১। সার্ভিসিং- যেকোনও ইলেকট্রনিক্স ডিভাইসেরই নির্দিষ্ট সময়ান্তরে দেখভাল হওয়া প্রয়োজন। এয়ার কন্ডিশনারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাই অনেকদিন এসি বন্ধ থাকার পর অতি অবশ্যই চালু করার আগে একবার দক্ষ লোক দিয়ে এয়ার কন্ডিশনার মেশিনের সার্ভিসিং করিয়ে নেওয়া প্রয়োজন।

২। টাইমার সেট করুন- এয়ার কন্ডিশনার ব্যবহারের সময় টাইমার অন করুন। এর ফলে নির্দিষ্ট সময় পরে এসি বন্ধ হয়ে যাবে। তার ফলে অতিরিক্ত ব্যবহার হবে না এবং ইলেকট্রিসিটি বিলও কম হবে।

৩। সঠিক তাপমাত্রা- এসি বা এয়ার কন্ডিশনারের সঠিক তাপমাত্রা সেট করা প্রয়োজন। এর মাধ্যমে ইলেকট্রিক বিল নিয়ন্ত্রণে রাখা সম্ভব। Bureau of Energy Efficiency- এর মতে মানুষের শরীরে র জন্য ২৪ ডিগ্রি এসি-র টেম্পারেচার আদর্শ। তাই এসি চালানোর সময় কত টেম্পারেচার সেট করছেন সেদিকে অতি অবশ্যই নজর দিন।

৪। সঠিক পদ্ধতিতে মেশিন বন্ধ করুন- এসি ব্যবহার না করলে অবশ্যই পাওয়ার বাটন বন্ধ করুন। অনেকেই শুধু রিমোট দিয়ে এসি বন্ধ করে ছেড়ে দেন। এভাবে এসি অফ করে লাভ নেই। পাওয়ার বাটন অফ করলে তবেই ইলেকট্রিসিটি বিল কমানো সম্ভব। তাই এসি বন্ধ করার সময় খেয়াল রাখুন।

৫। এসি চালানোর সময় খেয়াল রাখুন যাতে ভালভাবে সেই ঘরের দরজা, জানলা বন্ধ থাকে। নাহলে ঘর ঠাণ্ডা হতে অনেক সময় লাগবে। তার ফলে বেশিক্ষণ এসি চলবে এবং ইলেকট্রিকের বিলও বেশি আসবে।

উপরে উল্লিখিত সহজ নিয়মগুলো মেনে চললেই আপনি বাড়িতে এসি চালিয়েও ইলেকট্রিকের বিল নিয়ন্ত্রণে রাখতে পারবেন।

আরও পড়ুন- অ্যামাজনের সেলে অনেকটা সস্তা ওয়ানপ্লাসের এই ফোন, দেখে নিন কী কী অফার রয়েছে