Tech Tips & Tricks: আপনার বিশ্বাসের ওপর আঘাত হানছে প্রিয়জন। না জানিয়েই রেকর্ড করা হচ্ছে আপনার গোপন কথা। কীভাবে বুঝবেন আপনার কল কেউ রেকর্ড করছে কিনা ?


Call Recorder: থার্ড পার্টি অ্যাপ না থাকলেও থাকছে চিন্তা
কিছুদিন আগেও কল রেকর্ডিংয়ের জন্য অনেক অ্যাপ ছিল। যে কারণে গোপনে কল রেকর্ড করত পারত যেকেউ। তবে সেই ক্ষেত্রে স্মার্টফোন থাকলেই করা যেত এই কাজ। অপর প্রান্তের ব্যক্তি জানতেও পারতেন না তার কল রেকর্ডিংয়ের কথা। সম্প্রতি গুগল প্লে স্টোর থেকে সেই সব অ্যাপ সরিয়ে দিয়েছে কোম্পানি। এখন এই থার্ড পার্টি অ্যাপস দিয়ে অ্যান্ড্রয়েড ফোনে কোনও কল রেকর্ড করা যাবে না।


Tech Tips: কীভাবে চলছে কল রেকর্ডিং ?
থার্ড পার্টি অ্যাপ না থাকলেও ফোনে দেওয়া ইনবিল্ট কল রেকর্ডিং ফিচার ব্যবহার করা যাচ্ছে এই কাজে। তাই আপনার সন্দেহ হলে সহজেই কল রেকর্ডিংয়ের বিষয়ে বুঝতে পারবেন। আপনি যার সঙ্গে কথা বলছেন, তিনি কল রেকর্ড করছেন কিনা বুঝতে করতে হবে এই কাজ। এর জন্য আপনাকে শুধু কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।


Call Recorder: কল রেকর্ডিংয়ের বিষয়ে কীভাবে বুঝবেন ?


থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপগুলি বন্ধ থাকার একটি বড় সুবিধা হল, আপনি কল রেকর্ডিংয়ের বার্তা শুনতে পাবেন৷ যার অর্থ, আপনি ফোনে যার সঙ্গে কথা বলছেন, তিনি যদি আপনার কল রেকর্ড করেন, তাহলে আপনি একটি 'অ্যালার্ট সাউন্ড' পাবেন। কিন্তু পুরনো অ্যান্ড্রয়েড ফোন ও ফিচার ফোনে এই সুবিধা নেই। এর জন্য আপনাকে অন্য পদ্ধতি অনুসরণ করতে হবে। অনেক দেশে কল রেকর্ডিং ফিচার অবৈধ ঘোষণা করা হয়েছে। এই কারণে ফোন কোম্পানিগুলো কল রেকর্ডিংয়ের ক্ষেত্রে বিপ সাউন্ডের ফিচার যোগ করে। অতএব, আপনি যদি কথা বলার সময় একটি বিপ শব্দ শুনতে পান, তবে এর অর্থ হল আপনার কল রেকর্ড করা হচ্ছে। কল রিসিভ করার পর যদি দীর্ঘ সময় ধরে বিপ শব্দ হয়, তাহলে এটি কল রেকর্ডিংয়ের একটি সতর্ক বার্তা।



 


আরও পড়ুন : Office Alert: অফিসের ল্যাপটপে ভুলেও করবেন না এই কাজ, না হলে পড়বেন বিপদে !